রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হরমুজ প্রণালী থেকে সরে গেছে তিনটি তেলবাহী ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

হরমুজ প্রণালী থেকে সরে গেছে তিনটি তেলবাহী ট্যাংকার

বিশ্বের সবচেয়ে সংকীর্ণ অংশে হরমুজ প্রণালী মাত্র ৪০ কিলোমিটার প্রশস্ত যেখান দিয়ে পৃথিবীর প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল পারাপার হয়। মার্কিন হামলার পর এটি বন্ধের পক্ষে ইতোমধ্যে ভোট দিয়েছে ইরানের পার্লামেন্ট। এরপর হরমুজ প্রণালী থেকে তিনটি তেলবাহী ট্যাংকার সরে গিয়ে গতিপথ পরিবর্তন করেছে।

সোমবার (২৩ জুন) মেরিন ট্রাফিক ডাটা রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।


বিজ্ঞাপন


খালি তেল ও রাসায়নিক ট্যাংকারগুলোর মধ্যে রয়েছে ম্যারি সি এবং রেড রুবি। ট্যাংকারগুলো এখন সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর ফেলেছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের ‘অপারেশন মিডনাইট হ্যামার’ এর পরপরই রোববার (২২ জুন) ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ও রেভোলিউশনারি গার্ডস কমান্ডার ইসমাইল কাওসারি আল-আরাবিয়া এবং জেরুজালেম পোস্টকে বলেন, ‘পার্লামেন্ট এই সিদ্ধান্তে পৌঁছেছে যে হরমুজ প্রণালী বন্ধ করা উচিত। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।’

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর