রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০২৫, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর জরুরি বৈঠক ডেকেছে আইএইএ

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে এক সপ্তাহের বেশি সময় ধরে চলমান সংঘাতে সরাসরি যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে এটি ‘তৃতীয় বিশ্বযুদ্ধে’ পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে! গত ১৩ জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা। আঞ্চলিক এই সংঘাতের ছাপ পড়েছে গোটা বিশ্বেই। ইরান-ইসরায়েল সংঘাতের সব খবর জানতে যুক্ত থাকুন ঢাকা মেইল লাইভে...

  1. মধ্যপ্রাচ্যে ইরানের হামলার ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি?

    ইরানে সরাসরি মার্কিন হামলার পর তেহরান কীভাবে এর জবাব দেয়, তার দিকে তাকিয়ে বিশ্ব। ইতিমধ্যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এবং একইসঙ্গে হামলার মাত্রাও বাড়িয়ে দিয়েছে।

    নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে ৪০ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইরানের নেতৃত্বে যে ধরনের হামলাই হোক, এসব ঘাঁটিগুলো তার মূল লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে রয়েছে।

    মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাঁটি রয়েছে কুয়েতে— ৫টি। এছাড়া বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে মার্কিন ঘাঁটি রয়েছে। এর বাইরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে সিরিয়া, ইরাক, জর্ডান, সৌদি আরব ও মিশরে।

  2. হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট

    strait_of_hormuz

    মার্কিন হামলার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধের পক্ষে ভোট দিয়েছে ইরানের পার্লামেন্ট।

    রোববার (২২ জুন) বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন নিউজ ম্যাগাজিন নিউজউইক।

    এতে বলা হয়, প্রতিশোধমূলক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর নির্ভর করবে। পার্লামেন্টের ভোট শুধুমাত্র এই পদক্ষেপ গ্রহণের জন্য তার দৃষ্টি আকর্ষণের একটি উপায়।

    পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ও রেভোলিউশনারি গার্ডস কমান্ডার ইসমাইল কাওসারি রোববার (২২ জুন) আল-আরাবিয়া এবং জেরুজালেম পোস্টকে বলেন, ‘পার্লামেন্ট এই সিদ্ধান্তে পৌঁছেছে যে হরমুজ প্রণালী বন্ধ করা উচিত। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।’

    যুক্তরাষ্ট্রের ‘অপারেশন মিডনাইট হ্যামার’ এর পরপরই এই ভোট অনুষ্ঠিত হয়।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই অভিযানে লক্ষ্যবস্তু সাইটগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। অভিযানে মোট ১২৫টি বিমান অংশ নেয় এবং এটি মাত্র ২৫ মিনিটে শেষ হয়।

    তবে ট্রাম্পের চিফ অব জয়েন্ট চিফস জেনারেল ড্যান ক্যান রোববার বলেন, স্থাপনাগুলোর সম্পূর্ণ ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণে কিছুটা সময় লাগবে।

  3. যুক্তরাষ্ট্রের হামলা ‘মাসব্যাপী পরিকল্পনার’ ফল: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

    hegsth
    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘এটি এমন একটি পরিকল্পনা, যার জন্য মাস এবং সপ্তাহজুড়ে প্রস্তুতি ও অবস্থান গ্রহণ করা হয়েছিল—যেন আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্দেশ পেলে সঙ্গে সঙ্গে প্রস্তুত থাকতে পারি।’

    সাংবাদিকদের তিনি বলেন, ‘এই হামলায় ছিল নিখুঁত পরিকল্পনা। এতে বিভ্রান্তিমূলক কৌশলও ব্যবহার করা হয়েছে।’

  4. ইরানের বুশেহর ও ইয়াজদ প্রদেশে বিস্ফোরণ

    ইরানের মধ্যাঞ্চলে ইয়াজদ প্রদেশে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর প্রদেশেও বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

    ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, ইয়াজদ প্রদেশে বিস্ফোরণ ঘটেছে। সেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

    এছাড়া দেশটির বুশেহর প্রদেশে ‘জোরালো বিস্ফোরণের’ শব্দ শোনা গেছে বলে পৃথকভাবে জানানো হয়েছে।

  5. পুতিনের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করতে রাশিয়া যাচ্ছেন আরাঘচি

    putin

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তিনি আজই রাশিয়া যাচ্ছেন এবং সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।

    ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রাশিয়া ইরানের বন্ধু এবং আমাদের মধ্যে কৌশলগত অংশীদারত্ব রয়েছে।’

    আরাঘচি আরও বলেন, ‘আমরা সবসময় একে অপরের সঙ্গে পরামর্শ করি এবং আমাদের অবস্থান সমন্বয় করি।’

    রাশিয়া ইরানের পারমাণবিক চুক্তির (জেসিপিওএ) অন্যতম স্বাক্ষরকারী উল্লেখ করে তিনি বলেন, ‘আগামীকাল আমি রুশ প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব।’

  6. ইরান ও মার্কিন জনগণের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন ট্রাম্প: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক টেলিভিশন ভাষণে বলেছেন, এই হামলার মাধ্যমে ট্রাম্প শুধু ইরানই নয়, বরং যুক্তরাষ্ট্রে জনগণের সঙ্গেও ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন।

    আব্বাস আরাঘচি বলেন, ‘ট্রাম্প যখন প্রেসিডেন্ট হন, তখন বলেছিলেন তিনি মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে জড়ানো বন্ধ করবেন। কিন্তু এখন তিনি তা না করে উল্টো আমাদের সঙ্গে কূটনীতির নামে প্রতারণা করেছেন এবং আমেরিকার জনগণকেও ঠকিয়েছেন। তিনি এমন একজন যুদ্ধাপরাধীর নির্দেশে কাজ করছেন, যিনি বহুদিন ধরে আমেরিকার মানুষ ও তাদের অর্থ ব্যবহার করে ইসরায়েলের স্বার্থে কাজ করে যাচ্ছে।’

  7. ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র: আইডিএফ

    idf
    আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। ছবি: টাইমস অব ইসরায়েল

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের রাতের হামলাটি ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে।

    আইডিএফ মুখপাত্র বলেন, যুদ্ধ শুরুর পর থেকেই আইডিএফ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির তার মার্কিন সমকক্ষদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সম্প্রতি এই সমন্বয় আরও ঘনিষ্ঠ হয়েছে।

    এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, ‘আমাদের আরও লক্ষ্য রয়েছে, এবং আমরা সেগুলো অর্জনের জন্য সব সময় কাজ করে যাচ্ছি। আমরা আমাদের লক্ষ্য অর্জনে কার্যক্রম চালিয়ে যাব।’

  8. মার্কিন হামলা ফোর্ডো পারমাণবিক স্থাপনার প্রবেশপথ ক্ষতিগ্রস্ত

    ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর তোলা স্যাটেলাইট চিত্রগুলো বিশ্লেষণ করেছে মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। এতে দেখা গেছে, ফোর্ডো স্থাপনার প্রবেশপথগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে।

    এপি জানিয়েছে, এই স্থাপনাটি একটি পর্বতের গভীরে খনন করা হয়েছে। ছবিগুলোতে হালকা ধূসর ধোঁয়া বাতাসে ভাসতে দেখা গেছে।

    প্ল্যানেট ল্যাবস পিবিসি দ্বারা ধারণকৃত ছবিগুলোতে আরও দেখা যায়, পর্বতেও ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে প্রবেশ টানেলগুলো সম্ভবত আটকে গেছে। অর্থাৎ ইরানকে স্থাপনাটির ভেতরে প্রবেশ করতে হলে আবারও খনন করতে হবে।

  9. ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর জরুরি বৈঠক ডেকেছে আইএইএ

    iaea

    ইরানের তিন পারমানবিক কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর সৃষ্ট জরুরি পরিস্থিতির প্রেক্ষিতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা (আইএইএ)।

    আইএইএ প্রধান এ তথ্য জানিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

    এদিকে, ইরানের পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলাম আইএইএ-কে চিঠি লিখে জানিয়েছেন, তেহরান চায় যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে তদন্ত হোক এবং একইসঙ্গে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানাতে আইএইএকে আহ্বান জানানো হয় বলেও ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

    এর আগে, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির’ কোনো তথ্য পাওয়া যায়নি বলে নিশ্চিত করে আইএইএ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর