
মার্কিন হামলার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধের পক্ষে ভোট দিয়েছে ইরানের পার্লামেন্ট।
রোববার (২২ জুন) বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন নিউজ ম্যাগাজিন নিউজউইক।
এতে বলা হয়, প্রতিশোধমূলক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর নির্ভর করবে। পার্লামেন্টের ভোট শুধুমাত্র এই পদক্ষেপ গ্রহণের জন্য তার দৃষ্টি আকর্ষণের একটি উপায়।
পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ও রেভোলিউশনারি গার্ডস কমান্ডার ইসমাইল কাওসারি রোববার (২২ জুন) আল-আরাবিয়া এবং জেরুজালেম পোস্টকে বলেন, ‘পার্লামেন্ট এই সিদ্ধান্তে পৌঁছেছে যে হরমুজ প্রণালী বন্ধ করা উচিত। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।’
যুক্তরাষ্ট্রের ‘অপারেশন মিডনাইট হ্যামার’ এর পরপরই এই ভোট অনুষ্ঠিত হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই অভিযানে লক্ষ্যবস্তু সাইটগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। অভিযানে মোট ১২৫টি বিমান অংশ নেয় এবং এটি মাত্র ২৫ মিনিটে শেষ হয়।
তবে ট্রাম্পের চিফ অব জয়েন্ট চিফস জেনারেল ড্যান ক্যান রোববার বলেন, স্থাপনাগুলোর সম্পূর্ণ ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণে কিছুটা সময় লাগবে।