মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলের ‘দুর্বলতার লক্ষণ’: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২৫, ০৭:১২ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলের ‘দুর্বলতার লক্ষণ’: খামেনি

চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলের ‘দুর্বলতার লক্ষণ’ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

বৃহস্পতিবার (১৯ জুন) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা এ মন্তব্য করেন। 


বিজ্ঞাপন


পোস্টে তিনি বলেন, ‘ইহুদিবাদী সরকারের আমেরিকান বন্ধুরা এই দৃশপটে প্রবেশ করেছে এবং যে ধরনের কথা বলছে, তা ইহুদিবাদী সরকারের “দুর্বলতা এবং অক্ষমতার” লক্ষণ।’

খামেনি আরও বলেন, ‘আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই, শত্রু যদি বুঝতে পারে যে আপনি তাদের ভয় পান, তাহলে তারা আপনাকে ছাড়বে না। তাই আজ পর্যন্ত যে আচরণ করে এসেছেন তা চালিয়ে যান; আগের মতোই দৃঢ় মনোবল  এবং আরও শক্তি নিয়ে এগিয়ে চলুন।’ 

এরআগে গতকাল বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া বার্তায় খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত তাদের যেকোনো সামরিক হস্তক্ষেপ সন্দেহাতীতভাবে তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।


বিজ্ঞাপন


ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থাপকের পাঠ করা এই বক্তব্যে আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ‘ইরান, এর জনগণ এবং এর ইতিহাস সম্পর্কে জানা ব্যক্তিরা কখনোই এই জাতির সাথে হুমকির ভাষায় কথা বলেন না। কারণ, ইরানিরা আত্মসমর্পণকারী নয়।’

সূত্র: আলজাজিরা

এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর