মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৮:০৭ পিএম

শেয়ার করুন:

ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলার খবর দিয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলো। কিছু সূত্র বলছে, তেহরানের পূর্ব ও পশ্চিম অংশ ছাড়াও কারাজের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। তবে সবশেষ হামলায় হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের বিমান বাহিনী তেহরানের বিভিন্ন এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে।


বিজ্ঞাপন


ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বিষয়টি নিশ্চিত করে বলেছে, তেহরানের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় শহরতলীতে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, কারাজের পায়াম বিমানবন্দরের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যা আগেও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল। এছাড়াও তেহরানের পূর্ব দিক থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। তবে এ হামলায়  লক্ষ্যবস্তু সম্পর্কে এখনও কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। 


বিজ্ঞাপন


এদিকে এক এক্স বার্তায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, তাদের বিমানবাহিনী ‘ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দফতর ধ্বংস করেছে’।


তিনি আরও বলেন, ‘আমরা যেমনটা কথা দিয়েছিলাম আমরা ইরানের প্রতীক এবং আয়াতুল্লাহ সরকারের সবকিছুতে হামলা করব।’

Untitled
ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দফতরে বিস্ফোরণ। ছবি: এক্স থেকে নেওয়া

অন্যদিকে, ইরানের সরকারের একজন মুখপাত্র ইরানের অন্তত দুটি ব্যাংকে সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর পরপরই ব্যাংকগুলোতে ইন্টারনেট ব্যবহারে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 

প্রসঙ্গত, শুক্রবার (১৩ জুন) থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাত ষষ্ঠ দিনের মতো চলছে এবং আরও তীব্র হয়েছে। একদিকে ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এতে উভয় দেশেরই ব্যপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটছে।  

সূত্র: বিবিসি, আলজাজিরা

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর