শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

ইরানে সরকার পরিবর্তন আমাদের লক্ষ্য নয়: ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ১০:৫১ পিএম

শেয়ার করুন:

ইরানে সরকার পরিবর্তন আমাদের লক্ষ্য নয়: ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

ইরানের সরকার পরিবর্তন করা ইসরায়েলের সামরিক অভিযানের উদ্দেশ্য নয় বলে জানিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদোন সা'র। তিনি বলেন, অভিযানের ফলে এটি ঘটতে পারে, কিন্তু এটি আমাদের লক্ষ্য নয়।

মঙ্গলবার (১৭ জুন) রিশন লেজিওন শহরে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব মন্তব্য করেছেন।


বিজ্ঞাপন


সাংবাদিকদের তিনি বলেন, ‘ইসরায়েলের তিনটি লক্ষ্য- প্রথমত ইরানের পরমাণু কর্মসূচির মারাত্মক ক্ষতিসাধন করা। এটি এখনো শেষ হয়নি’।

এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ক্ষতি করা তাদের দ্বিতীয় লক্ষ্য বলে জানান তিনি।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের তৃতীয় লক্ষ্য হলো ইসরায়েল রাষ্ট্রকে নির্মূল করার পরিকল্পনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা।


বিজ্ঞাপন


এসময় তিনি আরও দাবি করেন, ইসরায়েলের যুদ্ধবিমানগুলো এখন ইরানের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে।  

সূত্র: বিবিসি


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর