ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর দিয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলো। জবাবে ইসরায়েলর বিভিন্ন এলাকা লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরান, এতে তেল আবিবসহ বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে বড় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে সম্ভাব্য লক্ষ্যবস্তু ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা জায়নি।
বিজ্ঞাপন
ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ বলেছে, ইসফাহানের পূর্ব ও উত্তরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব এলাকায় ইতোমধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়েছে।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মধ্য ইসরায়েলের লক্ষ্য করে একটি নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর পরপরই তেল আবিব, গুশ দান, শ্যারন, শফেলা এবং সামেরিয়া অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।
ইসরায়েলি চ্যানেল ১৪ জানিয়েছে, সর্বশেষ হামলায় গত এক ঘণ্টায় ইরান থেকে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলার ফলে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে ব্যাপক আতঙ্ক এবং জরুরি প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানা গেছে।
ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবা- ম্যাগেন ডেভিড অ্যাডম বলেছে, আশ্রয়কেন্দ্রে ছুটে যাওয়ার সময় চারজন ইসরায়েলি সামান্য আহত হয়েছেন।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, শুক্রবার (১৩ জুন) থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনের মতো চলছে এবং আরও তীব্র হয়েছে। একদিকে ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এতে উভয় দেশেরই ব্যপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং শত শত আহত হয়েছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত এবং ১২শ জনেরও বেশি আহত হয়েছে।
সূত্র: বিবিসি, আলজাজিরা
এমএইচআর