রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তেহরানের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ ইসরায়েলের 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

তেহরানের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ ইসরায়েলের 

তেহরানের একটি বড় অংশের বাসিন্দাদের এলাকা ছেড়ে ‘অবিলম্বে’ অন্যত্র সরে যেতে বলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

সোমবার (১৬ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্ট ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই বলেছেন, ‘সাম্প্রতিক দিনগুলো মতো তেহরানে ইরানি সামরিক অবকাঠামোতে অভিযান চালানো হবে, আগামী কয়েক ঘন্টার মধ্যে আইডিএফ ওই অঞ্চলে অভিযান চালাবে, ফলে এই এলাকায় উপস্থিতি আপনার জীবনকে বিপন্ন করতে পারে।’


বিজ্ঞাপন


ইসরায়েলি সামরিক বাহিনীর এই আহ্বানের পরপরই দলে দলে তেহরান ছাড়ছেন সেখানকার বাসিন্দারা। এতে সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। এ অবস্থায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও ইরানের কর্মকর্তারা সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

এর আগে, তেহরানের তেল পাম্পগুলোতেও ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছিলো। গাড়িতে তেল ভরতে সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। গত কয়েক দিনে অসংখ্য মানুষ শহর ছেড়ে অন্যত্র সরেও গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ঘটনার অসংখ্য ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।

theran

এদিক তেহরানের পূর্ব ও পশ্চিমাংশে আবারও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।


বিজ্ঞাপন


ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নিয়ন্ত্রিত বার্তা সংস্থা 'ফার্স নিউজ এজেন্সি' জানিয়েছে, তেহরানের পশ্চিমাংশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। একই সঙ্গে তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে বিস্ফোরণে কোনও হতাহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

উল্লেখ্য, ইসরায়েলের বিমান হামলায় রোববার পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে। 

সোমবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে বলেছেন, গত ৬৫ ঘন্টায় ইরানে ইসরায়েলি বিমান হামলায় ২৪৪ জন নিহত হয়েছেন এবং এক হাজার ২৭৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে এবং হতাহতের ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক। 

সূত্র: বিবিসি


-এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর