সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এবার ইরানের হাসপাতালে হামলা চালালো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ০৮:১৪ পিএম

শেয়ার করুন:

এবার ইরানের হাসপাতালে হামলা চালালো ইসরায়েল
ছবি: তেহরান টাইমস

ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে ইসরায়েল ‘সরাসরি’ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

সোমবার (১৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে তিনি এই দাবি করেন।


বিজ্ঞাপন


পোস্টে ফারাবি হাসপাতালে হামলার ঘটনা আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ এবং ‘যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেছেন বাঘাই।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত হাসপাতালটিতে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে হামলায় কোনো হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।

hospital

দেশটির আরেক রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়, হামলায় হাসপাতালটির কিছু অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আইসিইউ ওয়ার্ডটি। এছাড়া হাসপাতালের বেশিরভাগ সরঞ্জাম এবং জানালা ভেঙে গেছে, যার ফলে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি বেশ কয়েকজন রোগী আহত হয়েছেন।


বিজ্ঞাপন


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ওই হাসপাতালে ক্ষয়-ক্ষতির ভিডিও যাচাই করেছে। তবে হাসপাতালটিকে সরাসরি হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, আন্তর্জাতিক আইন অনুসারে- সশস্ত্র সংঘাত চলাকালে হাসপাতালে কোনো হামলা চালানো যাবে না। এই আইনের লঙ্ঘনকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হয়।

 

-এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর