রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইরানি হামলা ঠেকাতে ফ্রান্স ও যুক্তরাজ্যের সহায়তা চেয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

ইরানি হামলা ঠেকাতে ফ্রান্স ও যুক্তরাজ্যের সহায়তা চেয়েছে ইসরায়েল
ইসরায়েলে আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র। ছবি সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে ফ্রান্স, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের কাছে সাহায্য চেয়েছে ইসরায়েল। রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কান।   

ইসরায়েলি সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি অভিমুখে ছোড়া ইরানি ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধের জন্য আন্তর্জাতিক সহায়তার অনুরোধ করেছে। ইতোমধ্যেই ফ্রান্স এবং যুক্তরাজ্যের কাছে আনুষ্ঠানিক বার্তা পাঠানো হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্য অনুরোধে সাড়া দিয়েছে এবং সহায়তা প্রদান করছে।


বিজ্ঞাপন


এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ‘অতীতে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ‘ট্রু প্রমিজ ১’ এবং ‘ট্রু প্রমিজ ২’ অভিযানে যুক্তরাজ্য হস্তক্ষেপ করেছিল। এবার ইরানের ‘ট্রু প্রমিজ ৩’ অভিযানেও তারা আমাদের সঙ্গে আছে।’

এদিকে এক ফরাসি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে কান জানিয়েছে, ফ্রান্স ইসরায়েলের সহায়তার অনুরোধ গ্রহণ করতে দ্বিধাগ্রস্ত। এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি ম্যাক্রোঁ সরকার। যদিও ‘ট্রু প্রমিজ ১’ এবং ‘ট্রু প্রমিজ ২’-এর সময় ইরানি ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় ইসরায়েলকে সহায়তা করার জন্য গঠিত  আন্তর্জাতিক জোটে অংশ নিয়েছিল ফ্রান্স। 

প্রসঙ্গত, শুক্রবার (১৩ জুন) ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ একাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালায় ইসরায়েল। প্রতিক্রিয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিশোধমূলক হামলা চালায় ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ডিভিশন পরিচালিত এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ‘ট্রু প্রমিজ-৩’।  এরপর থেকে টানা চতুর্থ দিনের মতো হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে উভয় দেশই। 


বিজ্ঞাপন


ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং ৩৭০ জনেরও বেশি আহত হয়েছে।

অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২২৪ জন নিহত এবং  এক হাজার ২৭৭ জন আহত হয়েছেন।

সূত্র: আনাদোলু

-এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর