তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে আর কোনো সংলাপ ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছে ইরান।
এছাড়াও শুক্রবারের (১৩ জুন) ইসরায়েলি বিমান হামলায় ওয়াশিংটনের সমর্থন আছে বলেও অভিযোগ তুলেছে তেহরান। খবর রয়টার্সের।
বিজ্ঞাপন
ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের উদ্ধৃতি দিয়ে বলছে, যুক্তরাষ্ট্র এমন কাজ করেছে, যা সংলাপকে অর্থহীন করে তুলেছে।
আপনি আলোচনার দাবি করতে পারেন না এবং একইসঙ্গে ইহুদিবাদী সরকারকে (ইসরায়েল) ইরানের ভূখণ্ড লক্ষ্যবস্তু করার অনুমতি দিতে পারেন না।
ইসমাইল বাঘাই বলেন, ইসরায়েল কূটনৈতিক প্রক্রিয়ায় ‘প্রভাব বিস্তারে সফল হয়েছে’। ওয়াশিংটনের অনুমতি ছাড়া ইসরায়েলি হামলা সম্ভব হত না।
বিজ্ঞাপন
রোববার (১৪ জুন) মাসকাটে মার্কিন-ইরান পারমাণবিক আলোচনার ষষ্ঠ দফা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েলি হামলার পর তা এগিয়ে যাবে কিনা স্পষ্ট নয়।
শুক্রবার ইরানের বিভিন্ন পরমাণু কর্মসূচির কেন্দ্র লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল। এতে ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।
তাদের মধ্যে ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামির মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
কর্মকর্তা ও বিজ্ঞানীদের পাশাপাশি রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরির মৃত্যু নিশ্চিত করেছে।
ইসরায়েলের এ হামলার জবাবে তেল আবিবে পালটা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।
-এমএমএস

