রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আয়রন ডোম ভেদ করে ইসরায়েলে আঘাত হানল ‘কাসিম বশির’! 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

আয়রন ডোম ভেদ করে ইসরায়েলে আঘাত হানল ‘কাসিম বশির’! 

ইরান থেকে ইসরায়েলের দূরত্ব ১৫০০ কিলোমিটার। ইসরায়েলের আকাশের ‘নিশ্ছিদ্র রক্ষক’ আয়রন ডোম মূলত তিনটি স্তরে কাজ করে— রাডারের মাধ্যমে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করা, দ্রুত সেই লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৎপর হওয়া এবং ‘ইন্টারস্পেটর ক্ষেপণাস্ত্র’ ছুড়ে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করা। 

মাত্র এক মাসে আগে তেহরান প্রকাশ্যে এনেছিল তার নতুন অস্ত্র। শুক্রবার গভীর রাতে সেই মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাসিম বশির ব্যবহার করেই তারা ইসরায়েলের তেলআভিভে সফল হামলা চালিয়েছে।


বিজ্ঞাপন


প্রায় দেড় হাজার কিলোমিটার পাল্লার কঠিন জ্বালানি-চালিত কাসিম বশির ক্ষেপণাস্ত্র গত মে মাসে আনুষ্ঠানিক ভাবে ইরানের এলিটেফোর্স ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড অ্যারোস্পেস ফোর্স’-এর হাতে তুলে দিয়েছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে। 

বস্তুত, এটি ইরান সেনাবাহিনীর গত এক দশক ধরে ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হজ কাসিমের উন্নততর সংস্করণ। সে সময়ই আজিজ দাবি করছিলেন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সমর্থ হবে কাসিম বশির।

ইরান এবং ইসরায়েলের মধ্যে কোনো সীমান্ত নেই। ইরাক, সিরিয়া বা জর্ডনের মতো দেশের উপর দিয়ে উড়ে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রকে ইসরায়েলের আকাশসীমায় পৌঁছতে হয়। 


বিজ্ঞাপন


মুসলিম দেশ হয়েও জর্ডন ও ইরাকের মতো দেশ ইরানের বিরুদ্ধে হামলা চালাতে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয় ইসরায়েল। 

তেহরানের সে সুবিধা নেই। তা ছাড়া, সিরিয়ায় গৃহযুদ্ধে ক্ষমতা দখলকারী সুন্নি কট্টরপন্থী নেতা মোহাম্মদ জোলানিও ইজ়রায়েলের জন্য আকাশপথ উন্মুক্ত করেছেন।

ইরান যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, সাধারণ ভাবে প্রথমেই ইরাকে মোতায়েন মার্কিন বাহিনী তা ইসরায়েলকে জানিয়ে দেয়। সেখানে থেকে আমেরিকা ও ইরাক ক্ষেপণাস্ত্রগুলি আকাশে ধ্বংস করে। 

এক ধাপ এগিয়ে এবার ইসরায়েলের মিত্র সুন্নি মুসলিম দেশ জর্ডন তার নিজ আকাশে ইন্টারসেপ্ট করেছে ইরানের ক্ষেপণাস্ত্র। কিন্তু উচ্চগতি সম্পন্ন হওয়ায় কাসিম বশির রাডার নজরদারিকে ফাঁকি দিয়ে চলে যায় ইসরায়েলে। 

আবার সিরিয়ার আকাশে ইসরায়েল ও আমেরিকান বিমানবাহিনী ‘ইন্টারসেপ্ট’ করতে তৎপর। কারণ, সিরিয়ার নতুন সরকার আমেরিকা আর ইসরায়েলকে তাদের আকাশপথ উন্মুক্ত করে দিয়েছে। 

তা সত্ত্বেও শুক্রবার রাতে ইসরায়েলের তেলআবিবে সফল হামলা চালিয়েছে কাসিম বশির। উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনী এবং ইসরায়েলে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এই ক্ষেপণাস্ত্র তেহরানের ‘চমকপ্রদ সাফল্য’ বলে সামরিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর