সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইরানে হামলার পর পাল্টা আঘাতের শঙ্কা, ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ০৮:০৪ এএম

শেয়ার করুন:

ইরানে হামলার পর পাল্টা আঘাতের শঙ্কা, ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা

ইরানের রাজধানী তেহরানে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলার পর নতুন করে টালমাটাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় ইসরায়েলজুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

শুক্রবার (১৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েল ‘নেশন অফ লায়ন্স’ নামে একটি সামরিক অভিযানে ইরানের ভেতরে হামলা চালিয়েছে। এই হামলার মূল লক্ষ্য ছিল দেশটির পারমাণবিক ও সামরিক অবকাঠামো।


বিজ্ঞাপন


টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের উত্তর-পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে ধারণা করা হচ্ছে, ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছে ইসরায়েলি বিমানবাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, এই অভিযান পূর্বপরিকল্পিত এবং সুনির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই চালানো হয়েছে। তারা জানায়, হামলায় অন্তত দুই ডজন যুদ্ধবিমান অংশ নেয়। উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক সক্ষমতা ধ্বংস করা।

ইসরায়েলের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘আমরা নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছি। আমাদের লক্ষ্য, ইরানের সামরিক সক্ষমতা নিষ্ক্রিয় করে দেওয়া।’


বিজ্ঞাপন


হামলার পর ইসরায়েল নিজ ভূখণ্ডে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। স্থানীয় সময় ভোর ৩টা থেকে দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং জনসমাগম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুধু জরুরি পরিষেবাগুলো খোলা থাকবে।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, দেশের প্রতিরক্ষা প্রস্তুতিতে জরুরি পরিবর্তন আনা হয়েছে। সব অঞ্চলকে উচ্চ সতর্কতা পর্যায়ে রাখা হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ‘এই অভিযান ইরানের সামরিক হুমকি দূর করার জন্য চালানো হয়েছে। যতক্ষণ না আমাদের লক্ষ্য অর্জিত হয়, অভিযান চলতেই থাকবে।’

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি অভিযোগ করেছে, হামলায় আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করেছে।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর