বুধবার, ১৮ জুন, ২০২৫, ঢাকা

ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল আরও ৩১ ফিলিস্তিনির

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল আরও ৩১ ফিলিস্তিনির

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে প্রবেশের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর আবারও গুলিবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৩১ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

বুধবার (১১ জুন) গাজার মধ্যাঞ্চলের তথাকথিত নেটজারিম করিডোরে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।


বিজ্ঞাপন


বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল বার্তাসংস্থা এএফপিকে বলেন, ইসরায়েল ও মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সাহায্য কেন্দ্র থেকে খাবার নিতে যাওয়ার পথে হাজার হাজার ফিলিস্তিনির ওপর ইসরায়েলি ট্যাঙ্ক এবং ড্রোন হামলায় কমপক্ষে ৩১ জন শহীদ এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন।

জাবের আল হাওজেরির নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা কিছু মানবিক সাহায্যের জন্য গিয়েছিলাম, কিন্তু আমাদের ওপর আক্রমণ করা হয়েছে এবং কোনো খাবার ছাড়াই ফেরত আসতে হয়েছে। ক্ষতিগ্রস্তরা সর্বত্র ছিল... পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। আমাদের আর কোনো আশা নেই।’

gaza1


বিজ্ঞাপন


ছয় সন্তানের জনক জাবের আরও জানান, আহতদের মধ্যে তার ভাগ্নেও ছিলেন।

উল্লেখ্য, গত ২৬ মে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে প্রায় প্রতিদিনই তাদের খোলা চারটি ত্রাণ কেন্দ্রের কোনো একটির কাছে এমন প্রাণঘাতী ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

বুধবারের ঘটনার জন্য ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এএফপির মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। তবে আগের ঘটনাগুলোতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, ‘তাদের সৈন্যরা সন্দেহভাজনদের ওপর গুলি চালিয়েছিল যারা সতর্কতামূলক গুলি উপেক্ষা করে তাদের দিকে এগিয়ে গিয়েছিল।’

এমএইচআর/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর