ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় দ্রুত ও স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে চলমান পারমাণবিক আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ইরানে হামলা চালানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার (৯ জুন) নেতানিয়াহুর সঙ্গে ৪০ মিনিট দীর্ঘ এক উত্তেজনাপূর্ণ ফোনালাপে এসব কথা বলেন ট্রাম্প।
বুধবার (১১ জুন) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
বিজ্ঞাপন
ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, ‘তথাকথিত “উইটকফ চুক্তি”, (হামাসের হাতে আটক প্রায় অর্ধেক জিম্মিকে মুক্তির বিনিময়ে প্রায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি চুক্তি) যথেষ্ট হবে না। এটি শেষ করুন।’
মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে আরও বলেন, গাজায় যুদ্ধের অবসান ইরানের সঙ্গে প্রশাসনের চলমান পারমাণবিক আলোচনা এবং সৌদি আরবের সঙ্গে স্বাভাবিকীকরণ আলোচনা উভয়কেই সহায়তা করবে।
ইরানের ওপর হামলার সম্ভাবনাও উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, চলমান পারমাণবিক আলোচনায় সমাধানের থেকে হাল ছাড়েননি, ‘ইরানিরা আগ্রাসী প্রতিক্রিয়া দেবে, কিন্তু এটা এমন কিছু নয় যা আলোচনার দরজা বন্ধ করে দেবে।’
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ট্রাম্প যতক্ষণ না পারমাণবিক আলোচনা ব্যর্থ হয়েছে বলে সিদ্ধান্ত নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ইরানের বিরুদ্ধে হামলার বিষয়ে কোনো আলোচনা হবে না।
বিজ্ঞাপন
সোমবারের ফোনালাপের সঙ্গে পরিচিত দুটি সূত্রের বরাতে চ্যানেল ১২ আরও জানিয়েছে, নেতানিয়াহু ট্রাম্পের কাছ থেকে স্পষ্ট উত্তর পাননি যে আমেরিকা কি ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে একা অভিযান চালানোর জন্য সবুজ সংকেত দেবে, অথবা ওয়াশিংটন কি এতে অংশগ্রহণ করতে বা হামলার নেতৃত্ব দিতে চাইবে।
ট্রাম্প জানান, তিনি মার্কিন-ইরান পারমাণবিক আলোচনায় ইরানের সর্বশেষ প্রস্তাবের প্রতি তার অসম্মতি সত্ত্বেও আলোচনার দরজা বন্ধ হয়নি।
উত্তরে নেতানিয়াহু বলেন, ইরানের ওপর একটি ‘বিশ্বাসযোগ্য সামরিক হুমকি’ বজায় রাখতে হবে। ইরানের সঙ্গে আলোচনা নিরর্থক, ইরান আপনার সঙ্গে খেলা করছে এবং তারা যা করার চেষ্টা করছে তা হলো সময় কাটানোর জন্য।’
জবাবে ট্রাম্প বলেন, ‘আপাতত টেবিল থেকে হামলা প্রত্যাহার করা উচিত’।
উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল। বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম গত মাসে জানিয়েছিল, দুই দেশের আলোচনা ভেস্তে যাওয়ার অপেক্ষা করছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আলোচনা ভেস্তে গেলেই তিনি ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর নির্দেশ দেবেন। ইসরায়েলি বাহিনী সেভাবে প্রস্তুতিও গ্রহণ করছে।
এমএইচআর/এমএইচটি