শনিবার, ১৪ জুন, ২০২৫, ঢাকা

৩ ইসরায়েলি সেনাকে হত্যা করল ফিলিস্তিনি যোদ্ধারা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০৬:৪৭ পিএম

শেয়ার করুন:

৩ ইসরায়েলি সেনাকে হত্যা করল ফিলিস্তিনি যোদ্ধারা

গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। 

নিহতদের সবার বয়স বিশের কোঠায়। সোমবার (২ জুন) সন্ধ্যায় এই সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। খবর বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরার।


বিজ্ঞাপন


চলতি বছরের মার্চে প্রায় দুই মাসের যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে হামলা শুরুর পর এটিকেই ইসরায়েলি বাহিনীর ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে বিবেচনা করা হচ্ছে।

রয়টার্স বলছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে লড়াইয়ে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ইরায়েলের সেনাবাহিনী। 

এর আগে সোমবার হামাসের সশস্ত্র শাখার পক্ষ থেকে জানানো হয়, তাদের যোদ্ধারা উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে “মারাত্মক সংঘর্ষ” চালিয়ে যাচ্ছে। আর তার কয়েক ঘণ্টা পরেই ইসরায়েলি সৈন্যদের মৃত্যুর ঘোষণা দেওয়া হলো।

এদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কমপক্ষে ৫৪ হাজার ৪৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

চলতি বছরের জানুয়ারিতে যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি হয়েছিল, তা ১৮ মার্চে বাতিল করে ইসরায়েল আবার হামলা শুরু করে। এরপর থেকে গাজায় বিমান ও স্থলপথে হামলা আরও তীব্র হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ২০১ ফিলিস্তিনি নিহত এবং আরও ১২ হাজার ৬৫২ জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর হামলার কারণে গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর