বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

প্যারাসেলিংয়ে ১৬০ ফুট উঁচু থেকে আছড়ে পড়ে তরুণীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০১:৪৬ পিএম

শেয়ার করুন:

প্যারাসেলিংয়ে ১৬০ ফুট উঁচু থেকে আছড়ে পড়ে তরুণীর মৃত্যূ

প্যারাসেলিংয়ের সময় ১৬০ ফুট উঁচু থেকে সমুদ্রে আছড়ে পড়ে প্রাণ হারালেন সার্বিয়ার এক তরুণীর। 

‘দ্য নিউইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, নিহত তরুণীর নাম তিয়ানা র‌্যাডনিক (১৯)। তিনি সার্বিয়ার নাগরিক। 


বিজ্ঞাপন


মন্টেনেগ্রোতে আত্ময়ীদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন তিয়ানা। গত বুধবার অ্যাড্রিয়াটিক সাগরের উপর প্যারাসেলিং করছিলেন তিয়ানা। সেই সময়েই এই দুর্ঘটনা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সার্বিয়ার ওই তরুণীর।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, তিয়ানা আত্মীয়দের সঙ্গে মন্টেনেগ্রোয় ছুটি কাটাতে গিয়েছিলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, স্থানীয় একটি সংস্থার উদ্যোগে সমুদ্রসৈকতে প্যারাসেলিং করা হয়। 

প্যারাসেলিং করার সময় আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিয়ানা। তার ‘প্যানিক অ্যাটাক’ হয়। আর তার পরই ‘সেফটি হারনেস’ খুলে ফেলেন। 


বিজ্ঞাপন


তিয়ানা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬০ ফুট উঁচুতে ছিলেন। ‘সেফটি হারনেস’ খোলামাত্রই তিনি সমুদ্রে আছড়ে পড়েন। তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয়। কিন্তু সমুদ্রের পানিতে পড়েই মৃত্যু হয়েছিল তিয়ানার।

তরুণীর পরিবার এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করেছেন। তারা প্যারাসেলিং সংস্থার বিরুদ্ধে নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলেছেন। 

যদিও প্যারাসেলিং সংস্থাটি দাবি করেছে, প্যারাসেলিং করার সময় কোনো ভয় বা আতঙ্ক ধরা পড়েনি তিয়ানার চোখেমুখে বা হাবভাবে।

 কী ভাবে প্যারাসেলিং করতে হয় তার প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। তার পরে কী ভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর