শনিবার, ১৪ জুন, ২০২৫, ঢাকা

পাকিস্তানের সমালোচনা করলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২৫, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানের সমালোচনা করলেন মোদি

গুজরাতের গান্ধীনগরে মঙ্গলবার এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেছেন, পাকিস্তান বার বার ভারতীয় সেনাদের কাছে হেরে যায়। পাকিস্তান জানে যে, তারা ভারতের বিরুদ্ধে জিতবে না।

মোদি বলেন, সন্ত্রাসবাদ পাকিস্তানের যুদ্ধ-কৌশলের অঙ্গ। মোদির বক্তব্যে ফের উঠে এসেছে ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ। 


বিজ্ঞাপন


তিনি বলেন, ওটা একটা কঠোর পদক্ষেপ ছিল। আর এবার সব কিছু হয়েছে ক্যামেরার সামনে, যাতে কেউ দেশে ফিরে প্রমাণ চাইতে না-পারে।

পাকিস্তানের গুলির জবাব গুলিতেই দেওয়ার কথা জানিয়ে মোদি বলেন, আমরা শান্তিতে থাকতে চাই। অন্যদেরও শান্তিতে থাকতে দিতে চাই।

কিন্তু ছায়াযুদ্ধের মাধ্যমে যখন আমাদের শক্তির পরীক্ষা নেওয়া হয়, তখন আমরা চুপ থাকতে পারি না। তার পরেই অবশ্য ছায়াযুদ্ধ নিয়ে মত বদলান মোদি। 


বিজ্ঞাপন


মোদি পাকিস্তানের সমালোচনা করে বলেন, পাকিস্তানে রাষ্ট্রীয় মর্যাদায় জঙ্গিদের শেষকৃত্য হয়েছে। পাকিস্তানের পতাকা দিয়ে জঙ্গিদের কফিন ঢাকা হয়েছে। এটাই প্রমাণ করে সন্ত্রাসবাদ পাকিস্তানের কাছে ছায়াযুদ্ধের কৌশল নয়, যুদ্ধের কৌশল।

মোদি জানান, স্বাধীনতার পর সর্দার বল্লভভাই পটেলের কথা শোনা হলে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরে থাকা জঙ্গিদের আগেই শেষ করা যেত। আর আজাদ কাশ্মীর ভারতের অংশ হত।

দু’দিনের সফরে গুজরাতে গিয়েছেন মোদি। সোমবার ভূজের সভা থেকেও পাকিস্তানকে আক্রমণ করেন তিনি। 

সেখানে মোদি বলেন, পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে নাগরিকদেরই এগিয়ে আসতে হবে। সুখে-শান্তিতে দিন কাটাও, রুটি খাও, নয়তো আমার গুলি তো আছেই!

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর