সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০০৩ সাল থেকে দেশটিতে আবহাওয়া তথ্য নথিভুক্ত করার কার্যক্রম শুরু হওয়ার পর গতকাল শুক্রবার (২৩ মে) মে মাসের সর্বোচ্চ তাপমাত্রা ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
দুবাই থেকে এএফপি জানায়, শুক্রবার সংস্থাটি এক্সে এক পোস্টে জানিয়েছে, আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে আল শাওমেখ (আবুধাবি)তে তাপমাত্রা ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল।
বিজ্ঞাপন
গালফ নিউজের খবরে বলা হয়, আরব আমিরাতের বাসিন্দারা এখন গ্রীষ্মের শুরুর সময়টা কাটাচ্ছেন। অন্য বছরের মতো এবারও এ সময়ে আকাশ মূলত পরিষ্কারই থাকছে, কোথাও কোথাও আছে মেঘের আনাগোনা, কিন্তু আর্দ্রতা বাড়ছে। আর্দ্রতার কারণে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলোতে তীব্র গরম অনুভূত হচ্ছে।
কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বাতাস থাকলেও সূর্যের প্রখর তাপের কারণে তাতে স্বস্তি মিলছে না।
এর আগে ২০০৯ সালের মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ দশমিক ২ ডিগ্রি উঠেছিল।
বিজ্ঞাপন
গত মাসে সংযুক্ত আরব আমিরাত তাদের সবচেয়ে উষ্ণ এপ্রিল পার করেছে। এ মাসে দেশটি গড় সর্বোচ্চ তাপমাত্রা দেখেছে ৪২ দশমিক ৬ ডিগ্রি।
এর আগে ২০১৭ সালের এপ্রিলে দেশটিতে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
জেবি