রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দিল্লির সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডটি ‘ভুল ছিল’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৪, ০৮:৫৯ পিএম

শেয়ার করুন:

দিল্লির সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডটি ‘ভুল ছিল’

ভারতের রাজধানী দিল্লিতে গত ২৯ মে রেকর্ড ৫২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিবন্ধভুক্ত করা হয়েছিল। কিন্তু তা প্রকৃত তাপমাত্রা থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বলে জানিয়েছে দেশটির সরকার।

শনিবার (১ জুন) ভারতের আর্থ সায়েন্স মন্ত্রী কিরেন রিজিজু বলেন, দিল্লির ৫২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা আবহাওয়া স্টেশনটির সেন্সরে ত্রুটি ছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৯ মে) দিল্লির ঘনবসতিপূর্ণ মুঙ্গেশপুরের আবহাওয়া কেন্দ্রে ওই তাপমাত্রার পাঠ নেওয়া হয়েছিল। পরে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) তা তদন্ত করে আর ‘সেন্সরে ৩ ডিগ্রি সেলসিয়াস ত্রুটি পায়’ বলে জানিয়েছেন কিরেন রিজিজু।

সামাজিক মাধ্যম এক্স এ সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার বিষয়ে খসড়া প্রতিবেদনের উপসংহার শেয়ার করে রিজিজু বলেন, এখন সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে বুধবারের (২৯ মে) সর্বোচ্চ ওই তাপমাত্রার জন্য সংশোধিত কোনো সংখ্যা দেননি তিনি।

অন্যদিকে ভারতের অন্যান্য অঞ্চলগুলো উচ্চ তাপমাত্রা রেকর্ডের দুটিই ছিল রাজস্থানের ফলোদিতে ৫১ ডিগ্রি সেলসিয়াস এবং ৫০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া হরিয়ানার সিরসাতেও ৫০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।


বিজ্ঞাপন


অবশ্য চলমান তীব্র তাপপ্রবাহে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ রাজধানীসহ ভারতের বিহার, উত্তর প্রদেশ ও ওড়িশায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহের মধ্যে দেশটিতে নির্বাচনী কর্মকর্তাসহ অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর