বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ঢাকা

ট্রাম্পের হুমকিতে ভীত নই, যুদ্ধের জন্য প্রস্তুত: ইরান

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

loading/img

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন, তার দেশ যুদ্ধকামী নয়, তবে যুদ্ধের জন্য প্রস্তুত। ইরান যুদ্ধকে ভয় পায় না বলে তিনি স্পষ্ট ভাবে ঘোষণা করেছেন।

ইরানের সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির প্রতি ইঙ্গিত করে এ কথা বলেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, চিঠি লেনদেন কূটনীতির অংশ, কিন্তু একই সঙ্গে তা চাপ এবং হুমকির অংশও হতে পারে।

আরাকচি আরো বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সব সময় যুদ্ধ এড়িয়ে চলে এবং যুদ্ধ চায় না, তবে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত এবং যুদ্ধকে ভয় পায় না। 

ইরানের পররাষ্ট্রনীতি অবশ্যই কূটনীতি এবং যুদ্ধ এড়িয়ে চলার ওপর ভিত্তি গড়ে উঠেছে, যদি যুদ্ধ অনিবার্য না হয়ে ওঠে।

আরাকচি বলেন, বর্তমানে আমরা আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনার কৌশল নিয়েছি। যে পরিস্থিতিতে সর্বোচ্চ চাপ থাকে, সেখানে কোনো সুস্থ ও বুদ্ধিমান মানুষ সরাসরি আলোচনায় বসেন না।


বিজ্ঞাপন


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো স্পষ্ট করে বলেন, আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি হচ্ছি না, এর কারণ একগুঁয়েমি নয় বরং অভিজ্ঞতা ও ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি। 

বিশেষজ্ঞদের মত হলো, এখন যে পরিস্থিতি তাতে কিছু পরিবর্তন না এলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা সম্ভব নয়। ট্রাম্পের প্রত্যাশা আমাদের কাছে গুরুত্বহীন, আমরা দেশের স্বার্থে কাজ করি।

ট্রাম্প নিশ্চই চিঠির লিখিত জবাব আশা করছেন, ইরান কি লিখিত জবাব দেবে- এমন  প্রশ্নের উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্পের প্রত্যাশার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা আমাদের নিজস্ব স্বার্থে কাজ করি। যা কল্যাণকর সেটাই করা হয়। 

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর