শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ঢাকা

যুক্তরাষ্ট্রে দুই কিশোর গ্রুপের গোলাগুলিতে নিহত ৩, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ১২:১৪ পিএম

শেয়ার করুন:

loading/img

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি পার্কে বন্দুকধারীর এলোপাতারি গুলিতে কমপক্ষে তিনজন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার রাত ১০টার দিকে নিউ মেক্সিকোর লাস ক্রুসেসের ইয়ং পার্কে একটি গাড়ি প্রদর্শনী চলাকালে দুই দল কিশোরে মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে বন্দুক নিয়ে এলোপাতাড়ি গোলাগুলি শুরু করলে তিন কিশোর নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছে। খবর সিএনএন ও আনাদোলুর।


বিজ্ঞাপন


পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর ওই পার্কটি সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিনত হয়েছে।

নিহতদের মধ্যে দুজনের বয়স ১৯ বছর এবং একজনের বয়স ১৬ বছর। অন্যদিকে আহতদের বয়স ১৬ থেকে ৩৬ বছরের মধ্যে। কর্তৃপক্ষ নিহত বা আহতদের নাম প্রকাশ করেনি।

পুলিশ এ ঘটনয়ি এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি, তবে তদন্তকারীরা সক্রিয়ভাবে কাজ করছেন। এফবিআই এবং নিউ মেক্সিকো স্টেট পুলিশসহ অন্য আইন প্রয়োগকারী সংস্থা লাস ক্রুসেস পুলিশকে তদন্তে সহায়তা করছে বলেও জানানো হয়েছে।


বিজ্ঞাপন


মার্কিন কর্তৃপক্ষের তথ্য তথ্য অনুসারে, বন্দুক হামলার এ ঘটনাটি ২০২৫ সালের ৫৩তম গোলাগুলির ঘটনা।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর