সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ঢাকা

ট্রাম্পের হুমকিকে উপেক্ষা, কড়া হুঁশিয়ারি দিলেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

loading/img

মধ্যপ্রাচ্যে প্রতিরোধযোদ্ধা খ্যাত বিভিন্ন গোষ্ঠীকে সহযোগিতা বন্ধ ও পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিমূলক চিঠির বিপরীতে কড়া জবাব দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি। তিনি ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার না করার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) ফার্সি নববর্ষ নওরোজের ভাষণে আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো জঘন্য কাজ করলে প্রতিপক্ষের মুখে কষে চড় মারা হবে।


বিজ্ঞাপন


তিনি বলেন, আমেরিকানদের জানা উচিত যে, ইরানের সঙ্গে মোকাবিলা করার সময় তারা হুমকি দিয়ে কখনই কিছু অর্জন করতে পারবে না।

‘তাদের এবং অন্যদের জানা উচিত যে, ইরানি জাতির বিরুদ্ধে যদি তারা কোনো জঘন্য কাজ করে, তবে তাদের মুখে কড়া চড় মারা হবে।’

আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরানি জাতি দেশের শত্রুদের বিরুদ্ধে সবসময়ই রুখে দাঁড়িয়েছে এবং তাদের দেশকে রক্ষাকারী ফিলিস্তিনি ও লেবাননের যোদ্ধাদের সমর্থনে তার অবস্থান স্পষ্টভাবে ঘোষণা করেছেন।

নেতা প্রতিরোধ ফ্রন্টকে ইরানি প্রক্সিদের একটি নেটওয়ার্ক হিসেবে পশ্চিমাদের চিত্রিত করার বিষয়টিও উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, মার্কিন এবং ইউরোপীয় রাজনীতিবিদরা যে বড় ভুলটি করছেন তা হচ্ছে তারা এই অঞ্চলের প্রতিরোধের কেন্দ্রগুলোকে ইরানের প্রক্সি বাহিনী বলে অভিহিত করছেন। এর মাধ্যমে তাদের অপমান করা হচ্ছে। ইয়েমেনি জাতির উৎসাহ-উদ্দীপনা ও প্রেরণা রয়েছে এবং এই অঞ্চলের দেশগুলোর প্রতিরোধ কেন্দ্রগুলোর উদ্দীপনা ও প্রেরণা রয়েছে। 


বিজ্ঞাপন


আয়াতুল্লাহ খামেনি বলেন, ইয়েমেনিরা দাঁড়িয়ে নিপীড়কদের প্রতিরোধ করছে। এটা ভাবা বড় ভুল যে তারা ইরানের পক্ষে এটি করছে। না, এটি ইরানের পক্ষে নয়।

তিনি বলেন, ইরানের প্রক্সির প্রয়োজন নেই। ইরান স্বয়ংসম্পন্ন।

সম্প্রতি পরমাণু প্রকল্প ইস্যুতে সমঝোতায় আসার জন্য ইরানকে ২ মাসের আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এ সংক্রান্ত একটি চিঠিও দিয়েছেন তিনি। হোয়াইট হাউসের সূত্রের বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, বেশ কড়া ভাষায় চিঠিটি লিখেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি সমঝোতায় আসতে রাজি না হয়— সেক্ষেত্রে তার পরিণতি ভোগ করতে হবে দেশটিকে।

এরপরই নতুন ফার্সি বছর ১৪০৪ এর প্রথম দিনে দেওয়া ভাষণে ট্রাম্পকে সতর্ক করলেন আয়াতুল্লাহ খামেনি।

ইএ

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর