সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ঢাকা

ট্রেনের হুইসেল শুনে পাশের লাইনে লাফ, স্বামীর সামনেই মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

ট্রেনের হুইসেল শুনে পাশের লাইনে লাফ, স্বামীর সামনেই মৃত্যু
ফাইল ছবি

স্বামীর সঙ্গে রেললাইন পার হচ্ছিলেন ৩৮ বছর বয়সী এক নারী। হঠাৎ পেছন থেকে ট্রেনের হুইসেল শুনতে পেয়ে লাফ দেন পাশের লাইনে। এ সময় ব্রিজের ফাঁক গলে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

শুক্রবার (২১ মার্চ) সকাল সাতটার দিকে কলকাতার লেকটাউনের দক্ষিণদাঁড়িতে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জানা যায়, সকালে রেললাইন ধরে হেঁটে একদিক থেকে অন্যদিকে যাচ্ছিলেন ওই গৃহবধূ। হঠাৎ পেছন থেকে শুনতে পান ট্রেনের হর্ন। প্রাণে বাঁচতে তাড়াতাড়ি করে ঝাঁপ দেন পাশের লাইনে। কিন্তু, ব্রিজের ফাঁক গলে নিচে পড়ে যান তিনি। রেল ব্রিজের লোহার পিলারে লেগে মাথা ফেটে যায় তার।

খবর পেয়ে আধা ঘণ্টা পর ঘটনাস্থলে আসে লেকটাউন থানা পুলিশ। রেলব্রিজের নিচে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জি কর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

দক্ষিণ দাঁড়ি বস্তির দলদল মাঠ ঋষিপাড়ায় ওই নারীর বাড়ি।

জানা যায়, ঘটনার সময় ওই নারীর সঙ্গেই ছিলেন তার স্বামী। ধীরে ধীনে হাঁটায় তিনি একটু পিছিয়ে গিয়েছিলেন এবং তার স্ত্রী ততক্ষণে উঠে পড়েছিলেন রেল ব্রিজে। তারপরই ঘটে এই দুর্ঘটনা। যদিও রেলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর