সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ঢাকা

সেতুতে চাকা ফেটে উল্টে গেল ট্রাক, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ১১:২৭ এএম

শেয়ার করুন:

সেতুতে চাকা ফেটে উল্টে গেল ট্রাক, নিহত ৪
ছবি সংগৃহীত

কলকাতা শহরের কাছে অবস্থিত বালির নিবেদিতা সেতুর টোল প্লাজার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তারা সবাই শ্রমিক। আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে। আহতদের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট একটি ট্রাক কাপড় নিয়ে উত্তর ২৪ পরগনার হাবরা থেকে হাওড়ার অঙ্কুরহাটির দিকে যাচ্ছিল। নিবেদিতা সেতুর টোল প্লাজার কাছে আসার পর ট্রাকটির চাকা ফেটে গেলে সেটি উল্টে যায়।

এ সময় ট্রাকে থাকা ছয় শ্রমিক ব্রিজের রেলিং পেরিয়ে প্রায় চল্লিশ ফুট নিচের রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার জন মারা যায়। আহত হয় দুই শ্রমিক। তাদের উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুইজনের অবস্থাও আশঙ্কাজনক।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর