সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পশ্চিমবঙ্গে এবার তৃণমূলকে টপকে যাবে বিজেপি!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৪, ১০:০৮ পিএম

শেয়ার করুন:

পশ্চিমবঙ্গে এবার তৃণমূলকে টপকে যাবে বিজেপি!

ভারতে পশ্চিম বাংলায় দেড় দশক পর এই প্রথম কোনো বড় ভোটে ‘দ্বিতীয়’ হতে চলেছে তৃণমূল, তেমনটাই ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন বুথফেরত জরিপ। অধিকাংশ জরিপ বলছে, বাংলার ৪২ আসনের লড়াইয়ে তৃণমূলকে টপকে যেতে চলেছে বিজেপি। অর্থাৎ পশ্চিমবঙ্গে মমতাকে সরিয়ে ক্ষমতা দখল করতে চলেছে মোদি!

শনিবার (১ জুন) সপ্তম দফার ভোট শেষ হওয়ার পর বিভিন্ন সংস্থার জরিপের ফলাফল প্রকাশ হতে শুরু করেছে। এমন দুটি জরিপ সংস্থার ফল তুলে ধরে এই ইঙ্গিত দিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন।


বিজ্ঞাপন


দুটি জরিপেই দেখা যায়, পশ্চিম বাংলায় সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে বিজেপি। আর দ্বিতীয় অবস্থানে থাকতে যাচ্ছে তৃণমূল। আসন সংখ্যা থেকে ভোট শতাংশ, দুই ক্ষেত্রেই বিজেপি পিছনে ফেলে দিচ্ছে তৃণমূলকে।

এবিপি-সি ভোটারের বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, বাংলার ৪২ আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২৩ থেকে ২৭ আসন, ভোট হতে পারে ৪২.৫ শতাংশ। আর তৃণমূলের আসন এবার ২২ থেকে কমে হতে পারে ১৩ থেকে ১৭ আসন।

ভোট শতাংশও কমতে পারে বলে জানাচ্ছে এই জরিপের ফলাফল। সে অনুযায়ী, তৃণমূল পেতে পারে ৪১.৫ শতাংশ ভোট। বাম-কংগ্রেসের মিলিত ভোট হতে পারে ১৩.২ শতাংশ। তারা জিততে পারে ১ থেকে ৩ আসন।


বিজ্ঞাপন


নিউজ ২৪ এবং চাণক্যের বুথফেরত জরিপের ফল অনুযায়ী, বাংলায় বিজেপি পেতে পারে ২৪ আসন। তৃণমূল পেতে পারে ১৭ আসন। আর কংগ্রেসের আসন ২ থেকে কমে ১টি হতে পারে।

ভোটের হিসেবে বলছে, বিজেপির ঝুলিতে আসতে পারে ৪৪ শতাংশ ভোট। তৃণমূল পেতে পারে ৪১ শতাংশ। আর বাম ও কংগ্রেসের মিলিত ভোট হতে পারে ১১ শতাংশ।

২০১৯ সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি পেয়েছিল ১৮ আসন। তাদের প্রাপ্ত ভোট ছিল ৪০.৬ শতাংশ। তৃণমূল পেয়েছিল ২২ আসন। তাদের ভোট ছিল ৪৩.৭ শতাংশ। কংগ্রেস পেয়েছিল দু’টি আসন। বামেরা ছিল শূন্য।

গতবার বাম-কংগ্রেসের মিলিত (যদিও জোট ছাড়াই লড়েছিল) ভোট ছিল প্রায় ১৩ শতাংশ। এ বার সেই ভোট শতাংশে বদলের আভাস মিলল। দেখা গেল, বিজেপির ভোট বেশ খানিকটা বৃদ্ধি পেতে পারে। সমান ভাবে কমতে পারে তৃণমূলের ভোট। তবে বাম-কংগ্রেসের মিলিত ভোটের খুব একটা হেরফের দেখা যাচ্ছে না।

বুথফেরত জরিপের ফলাফল সবসময় সঠিক হয় না। তবে অনেক সময় আভাস পাওয়া যায়। আগামী মঙ্গলবার (৪ জুন) নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। তখনই চূড়ান্তভাবে জানা যাবে কে দখল করবেন পশ্চিম বাংলা।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর