ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। এবার চূড়ান্ত ফলাফলের অপেক্ষা। তবে তার আগেই বুথফেরত জরিপ নিয়ে শুরু হয়েছে আলোচনা। ইতোমধ্যে বেশ কয়েকটি সংস্থা এই বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ করেছে।
বুথফেরত জরিপ কী?
বিজ্ঞাপন
বুথফেরত জরিপ একটি নির্বাচনী জরিপ। ভোট দেওয়ার পর কেন্দ্রের সামনেই ভোটারদের সঙ্গে কথা বলার মাধ্যমে জরিপ চালানো হয়। এই জরিপের ফলাফল সাধারণত নির্বাচনের ফলাফলের একটি পূর্বাভাস হিসেবে দেখা হয়। নির্বাচনের ফলের আভাস পেতে এটি বেশ গুরুত্বপূর্ণ।
ভারতে নির্বাচন চলার সময়ে বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ নিষিদ্ধ। তবে পুরো ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার আধা ঘণ্টা পর ফলাফল প্রকাশ করা যায়। সেই হিসেবে আজ সন্ধ্যা ছয়টার পর থেকে বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ করতে শুরু করেছে সংস্থাগুলো।
ইতোমধ্যে বেশ কয়েকটি সংস্থা তাদের বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ করেছে। প্রকাশিত সব জরিপেই এগিয়ে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)। বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছে বলেও পূর্বাভাস দিচ্ছে জরিপের ফলাফল।

বিজ্ঞাপন
জরিপ সংস্থাগুলোর মধ্যে রিপাবলিক ভারত- পি মার্ক বলছে এনডিএ ৩৫৯ আসন পেতে চলেছে, ইন্ডিয়া নিউজ- ডি-ডায়ানামিক্সের জরিপে এনডিএ পাচ্ছে ৩৭১ আসন, রিপাবলিক ভারত- ম্যাট্রিজ বলছে এনডিএ পাবে ৩৫৩-৩৬৮ আসনের মধ্যে, টিভি ৫ তেলেগু অনুযায়ী এনডিএ পাবে ৩৫৯ আসন এবং জন কি বাতের জরিপ বলছে এনডিএ পাবে ৩৬২-৩৯২ আসন।
বুথফেরত জরিপ কতটা গ্রহণযোগ্য ও নির্ভুল?
বুথফেরত জরিপের ফলাফল সবসময় সঠিক হয় না। ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বুথফেরত জরিপ আর ভোটের প্রকৃত ফলাফলের সঙ্গে বাস্তবে কতটা মিল ছিল, তা নিয়েও চলছে আলোচনা।
২০১৪ সালের বুথফেরত জরিপের ফলাফল
২০১৪ সালের বেশিরভাগ বুথফেরত জরিপের পূর্বাভাস বলা হয়, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতায় আসছে। কিন্তু এনডিএ যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে, সেই ধারনা দিতে পারেনি পূর্বাভাসগুলো।
ওই বছর ইন্ডিয়া টুডে-সিসেরোর জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছিল, এনডিএ জোট ২৭২ আসন পেতে যাচ্ছে। এছাড়া নিউজ টোয়েন্টিফোর-চাণক্য ৩৪০ আসন, সিএনএন-আইবিএন-সিএসডিএস ২৮০, টাইমস নাউ-ওআরজি ২৪৯, এবিপি নিউজ-নিয়েলসেন ২৭৪, এনডিটিভি-হানসা রিসার্চ পূর্বাভাস দিয়েছিল এনডিএ ২৭৯ আসন পাবে।
আরও পড়ুন
ভারতে বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি
প্রকৃতপক্ষে এনডিএ জোট ওই নির্বাচনে জিতেছিল ৩৩৬ আসনে। এর মধ্যে ২৮২ আসন পেয়েছিল বিজেপি।
২০১৪ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের বিপুলসংখ্যক আসন হারানোর পূর্বাভাসও দিতে পারেনি কোনো বুথফেরত জরিপ। সেই নির্বাচনে ইন্ডিয়া টুডে-সিসেরোর জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছিল, ইউপিএ জোট ১১৫ আসন পেতে যাচ্ছে। এছাড়া নিউজ টোয়েন্টিফোর-চাণক্য ১০১ আসন, সিএনএন-আইবিএন-সিএসডিএস ৯৭, টাইমস নাউ-ওআরজি ১৪৮, এবিপি নিউজ-নিয়েলসেন ৯৭, এনডিটিভি-হানসা রিসার্চ পূর্বাভাস দিয়েছিল, ১০৩ আসন ইউপিএ পেতে পারে। প্রকৃতপক্ষে ইউপিএ জোট ওই নির্বাচনে জিতেছিল মাত্র ৬০ আসনে, এর মধ্যে ৪৪টি আসন পেয়েছিল কংগ্রেস।

২০১৯ সালের বুথফেরত জরিপের ফলাফল
গত লোকসভা অর্থাৎ ২০১৯ সালের নির্বাচনেও বুথফেরত জরিপে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেইবার বুথফেরত জরিপের পূর্বাভাসই শেষ পর্যন্ত সত্যি হয়েছিল।
গত নির্বাচনে ইন্ডিয়া টুডে-এক্সিসের বুথফেরত জরিপে দেখা গিয়েছিল, এনডিএ জোট ৩৩৯ থেকে ৩৬৫টি আসনে জিততে যাচ্ছে। এছাড়া নিউজ টোয়েন্টিফোর-চাণক্য ৩৫০ আসন, নিউজ এইটিন-ইপসোস ৩৩৬, টাইমস নাউ-ভিএমআর ৩০৬, ইন্ডিয়া টিভি-সিএনএক্স ৩০০, সুদর্শন নিউজ ৩০৫ আসনে বিজেপির জয়ের পূর্বাভাস দিয়েছিল। শেষ পর্যন্ত এনডিএ জোট পেয়েছিল ৩৫২ আসন। এর মধ্যে বিজেপি জিতেছিল ৩০৩ আসনে।
গত নির্বাচনে বুথফেরত জরিপে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের আবারও পরাজয়ের পূর্বাভাস পাওয়া গিয়েছিল। শেষ পর্যন্ত সেটিই হয়েছিল।
গত নির্বাচনের পর ইন্ডিয়া টুডে-এক্সিসের বুথফেরত জরিপে দেখা গিয়েছিল, ইউপিএ জোট ৭৭ থেকে ১০৮টি আসন পেতে পারে। এছাড়া নিউজ টোয়েন্টিফোর-চাণক্য ৯৫ আসনে, নিউজ এইটিন-ইপসোস ৮২, টাইমস নাউ ভিএমআর ১৩২, ইন্ডিয়া টিভি-সিএনএক্স ১২০, সুদর্শন নিউজ পূর্বাভাস দিয়েছিল, ইউপিএ ১২৪ আসন পাচ্ছে। তবে শেষ পর্যন্ত ইউপিএ জোট পেয়েছিল ৯১ আসন, যার মধ্যে কংগ্রেস জিতেছিল ৫২ আসনে।
উল্লেখ্য, ভারতে লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনে সরাসরি ভোট হয়। সংসদের নিম্নকক্ষে ৫৪৩ আসন রয়েছে এবং সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৭২ আসন পেতে হবে।
আগামী মঙ্গলবার (৪ জুন) নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। তখনই চূড়ান্তভাবে জানা যাবে কে বসবেন দিল্লির মসনদে।
এমএইচটি

