বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজায় জাতিসংঘের ত্রাণ সংস্থার অর্থায়ন বন্ধ করল যুক্তরাষ্ট্রসহ ৯ দেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

গাজায় জাতিসংঘের ত্রাণ সংস্থার অর্থায়ন বন্ধ করল যুক্তরাষ্ট্রসহ ৯ দেশ
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থায় (ইউএনআরডব্লিউএ) তহবিল দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ ৯ দেশ। যুক্তরাষ্ট্র প্রথমে অর্থ বন্ধের ঘোষণা দেয়ার পর সেই পথ অনুসরণ করে বাকি দেশগুলোও। এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনিরা।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গতবছর ৭ অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলায় জড়িত থাকার অভিযোগে ইউএনআরডব্লিউএ তাদের কয়েকজন স্টাফকে বরখাস্ত করার ঘোষণা দেওয়ার পর পশ্চিমা দেশগুলো এ পদক্ষেপ নিয়েছে।


বিজ্ঞাপন


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সংস্থাটির অন্তত ১২ কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: একসঙ্গে হামাসকে ধ্বংস ও জিম্মিদের উদ্ধার অসম্ভব: ইসরায়েলি কমান্ডার

ইউএনআরডব্লিউএয়ের কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেছেন, ‘গত ৭ অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলায় ইউএনআরডব্লিউএর বেশ কয়েকজন কর্মী জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে তথ্য দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সংস্থার মানবিক সহায়তা প্রদানের সক্ষমতা রক্ষা করতে আমি এই সদস্যদের সঙ্গে অবিলম্বে চুক্তি বাতিল করার এবং সত্য প্রতিষ্ঠার জন্য শিগগিরই তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’

গাজায় ইউএনআরডব্লিউএর ১৩ হাজার কর্মী রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই ফিলিস্তিনি স্কুলের শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ত্রাণকর্মী। কানাডা এই অভিযোগের তদন্ত চলাকালে ইউএনআরডব্লিউএকে কোনো অতিরিক্ত তহবিল সরবরাহ করবে না বলে জানিয়েছে।


বিজ্ঞাপন


শনিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, ইউএনআরডব্লিউএয়ের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।আমরা অংশীদারদের সঙ্গে কথা বলছি এবং তহবিল বিতরণ সাময়িকভাবে স্থগিত করব।

আরও পড়ুন: আমরা যুদ্ধে হেরে গেছি: ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা প্রধান

ইউএনআরডব্লিউএর তাৎক্ষণিক প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, চুক্তি বাতিল করা এবং তদন্ত শুরু করার পাশাপাশি সংস্থাটির বিরুদ্ধে অভিযোগের পূর্ণ তদন্তের ঘোষণাকে আমরা স্বাগত জানাই।

২০২২ সালে ইউএনআরডব্লিউএর শীর্ষস্থানীয় দাতাদের মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। সংস্থাটি বারবারই বলে আসছে, গাজায় তাদের মানবিক সহায়তা পরিচালনার সক্ষমতা ফুরিয়ে আসছে।

অর্থায়ন বন্ধ করা ৯ দেশ হলো- মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, জার্মানি, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর