১০ দিন ধরে এডেন উপসাগরীয় অঞ্চলে তাদের খোঁজার কাজ চলেছে। অবশেষে মার্কিন প্রশাসন জানালো, ওই দুই নেভি সিলের মৃত্যু হয়েছে।
গত ১১ জানুয়ারি এডেন উপসাগরীয় অঞ্চলে রাতের অন্ধকারে একটি অপারেশন চালাচ্ছিল মার্কিন নেভি সিল। তাদের কাছে খবর ছিল একটি ছোট নৌকা করে ইরান থেকে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের কাছে আধুনিক আগ্নেয়াস্ত্র পাঠানো হচ্ছে। ওই নৌকাটি খোঁজার জন্য অপারেশনে নেমেছিল নেভি সিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন: হুথিদের ওপর পশ্চিমা হামলা, যা বলল সৌদি আরব
মার্কিন প্রশাসন জানিয়েছে, ওই দিন সমুদ্র খুব উত্তাল ছিল। তারই মধ্যে অভিযান চালানো হচ্ছিল। এই পরিস্থিতির মধ্যেই নিখোঁজ হয়ে যান দুই নেভি সিল। গত ১০ দিন ধরে তাদের উদ্ধার করার জন্য অভিযান চালানো হয়। যুক্তরাষ্ট্র, জাপান এবং স্পেনের বিমান ও জাহাজ গোটা এলাকা তন্নতন্ন করে খুঁজেছে। কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি।
CENTCOM Status Update on Missing U.S. Navy Seals
— U.S. Central Command (@CENTCOM) January 21, 2024
We regret to announce that after a 10-day exhaustive search, our two missing U.S. Navy SEALs have not been located and their status has been changed to deceased. The search and rescue operation for the two Navy SEALs reported… pic.twitter.com/OAMbn1mwK8
রোববার মার্কিন নেভি সিলের জেনারেল মাইকেল এরিক কুরিলা জানিয়ে দিয়েছেন, ওই দুই নেভি সিলের মৃত্যু হয়েছে। ফলে আর তল্লাশি অভিযান চালানো হবে না। একটি বিবৃতিও জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: হুথিদের সামরিক শক্তি কেমন, ইয়েমেন কেন এত গুরুত্বপূর্ণ?
লোহিত সাগর অঞ্চলে পণ্যবাহী জাহাজের উপর আক্রমণ চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। ইরান এই বিদ্রোহীদের মদত দেয়। হুথিদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। ফলে ওই অঞ্চলে কার্যত এক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে আছে। সেই অভিযানই একটি গুরুত্বপূর্ণ অপারেশন ছিল গত ১১ জানুয়ারি। রাতের অন্ধকারে যখন হুথিদের অস্ত্র বাজেয়াপ্ত করতে নেমেছিল মার্কিন নেভি সিল। তখনই ওই দুই নেভি সিল নিখোঁজ হন।
একে