শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

তালেবানের সঙ্গে পাকিস্তানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৪, ০১:১২ পিএম

শেয়ার করুন:

তালেবানের সঙ্গে পাকিস্তানের বৈঠক
পাকিস্তান-আফগান সীমান্তে হামলার ঘটনা বেড়েছে। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বুধবার জরুরি বৈঠক করেছেন পাকিস্তানের কর্মকর্তারা। আন্তঃসীমান্ত হামলার বৃদ্ধির ফলে যে অস্থিরতার সূত্রপাত হয়েছে তা শান্ত করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান এসব হামলার জন্য অভিযুক্ত করে আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহীদের।

পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, যৌথ সমন্বয় কমিটির (জেসিসি) অধীনে ইসলামাবাদে আয়োজিত এক বৈঠকে প্রভাবশালী তালেবান নেতা মুল্লাহ শিরিন আখুন্দ তার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও গোয়েন্দা বিভাগীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সীমান্ত তদারকি ও সেই সংক্রান্ত নিরাপত্তাজনিত সমস্যা , যা দুই দেশকেই ভোগাচ্ছে সেটি সমাধানের জন্য এই কমিটি গঠন করা হয়েছিল। খবর ডনের


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিশ্বে তোলপাড় ফেলেছে আফগানিস্তানের পানীয়, কিনছে যুক্তরাষ্ট্রও

বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 'মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি করার লক্ষ্যে আন্তঃসীমান্ত চলাচলকে সহজ করতে সমন্বয়মূলক ব্যবস্থাপনা বিষয়ে জেসিসি বৈঠকে আলোচনা করেছে দুই পক্ষ।' 

প্রতিনিধি স্তরে কী আলোচনা হয়েছে তার বিস্তারিত বিবরণ দেয়নি ওই মন্ত্রণালয়। পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি ও সহযোগী গোষ্ঠীর সঙ্গে যুক্ত পলাতক বিদ্রোহীরা আন্তঃসীমান্ত হামলা তীব্র করেছে।

আরও পড়ুন: পাকিস্তানের তোরখাম সীমান্তে দিনে পার হচ্ছে ১০০ আফগান পরিবার!


বিজ্ঞাপন


২০২৩ সালে টিটিপি-পরিচালিত বোমা বিস্ফোরণ ও বন্দুক হামলায় প্রায় ১ হাজার পাকিস্তানি নিহত হয়েছে যাদের অর্ধেকই নিরাপত্তা বাহিনীর কর্মী। গত ছয় বছরে হতাহতের নিরিখে এটাই সর্বোচ্চ।

আফগানিস্তানের মাটি থেকে টিটিপি বা অন্য গোষ্ঠীগুলোকে পাকিস্তানসহ অন্যান্য দেশে হুমকি দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ তোলা হয়েছে তাকে নাকচ করেছে তালেবান কর্তৃপক্ষ। পাকিস্তানের “অভ্যন্তরীণ” নিরাপত্তাগত সমস্যার জন্য আফগানিস্তানকে দোষারোপ না করতে ইসলামাবাদকে তারা বারবার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: কুশতেপা খাল: তালেবানের মেগা প্রজেক্টে বদলে যাচ্ছে আফগানিস্তান

তালিবান কর্মকর্তারা সম্প্রতি ঘোষণা করেছেন, আফগানিস্তানে কয়েক ডজন টিটিপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তবে পাকিস্তানি কর্মকর্তারা বলেছেন, কাবুলের এই দাবির সত্যতা তারা সুনিশ্চিত করতে পারেননি। টিটিপি নেতাদের ইসলামাবাদের হাতে তুলে দেওয়ার জন্য এই সপ্তাহের বৈঠকে তারা তালেবান প্রতিনিধিদের উপর চাপ সৃষ্টি করবেন বলে ধারণা করা হয়েছিল।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর