শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল মার্কিন যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:১৯ পিএম

শেয়ার করুন:

ইয়েমেন থেকে ছোঁড়া দু’টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মার্কিন যুদ্ধজাহা
ইউএসএস গ্রেভলি ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ছবি: বিবিসি

ইয়েমেন থেকে ছোঁড়া দু’টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মার্কিন যুদ্ধজাহাজ। স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

বিবিসি জানিয়েছে, ‘একটি মার্কিন যুদ্ধজাহাজ লোহিত সাগরে আঘাত হানা একটি কন্টেইনার জাহাজ থেকে সাহায্যের আহ্বানে সাড়া দেওয়ার পরে ইয়েমেন থেকে ছোঁড়া দু’টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।’


বিজ্ঞাপন


মার্কিন সামরিক বাহিনী বলেছে, হুথি-নিয়ন্ত্রিত এলাকা থেকে জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছিল। এরপর যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার গ্রেভলি এবং লাবুন ওই ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করে।

এপিকে মার্কিন নৌবাহিনীর একজন অ্যাডমিরাল বলেছেন, ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী টহল শুরু হওয়ার পর এটিই প্রথম সফল মার্কিন হামলা।

গত নভেম্বর থেকে লোহিত সাগরে জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় ১০৬ সাংবাদিক নিহত


বিজ্ঞাপন


এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ড্যানিশ শিপিং কোম্পানি মায়ের্স্ক লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু করার পরপরই এটির একটি কন্টেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রোববার ভূমি থেকে সাগরে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ইয়েমেনের হুদায়দা বন্দর থেকে ৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে জাহাজটিতে সরাসরি আঘাত হানে। ১০ দিন আগে মার্কিন নেতৃত্বাধীন কথিত টাস্ক ফোর্স লোহিত সাগরে টহল দিতে শুরু করার পর এই প্রথম কোনো বাণিজ্যিক জাহাজে হামলা হলো।

ওই সাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস গ্রেভলি’র কমান্ডার দাবি করেছেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর আরও দু’টি ক্ষেপণাস্ত্র জাহাজটিতে নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু সেগুলো তার নেতৃত্বাধীন যুদ্ধজাহাজ গুলি করে বিধ্বস্ত করেছে।

ইয়েমেনের একটি বন্দর থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থা খবর দিয়েছে। গাজা উপত্যকার ওপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনী এ পর্যন্ত লোহিত সাগরের বাব আল-মান্দেব পয়েন্টে প্রায় দুই ডজন বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এসব জাহাজ হয় ইসরায়েলি মালিকানাধীন অথবা ইসরায়েলের জন্য পণ্য বহন করছিল।

আজকের হামলায় মায়ের্স্কের কন্টেইনার জাহাজটির ক্ষতি হলেও কেউ আহত হয়নি বলে দাবি করেছে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী সেন্টকম। এটি দাবি করেছে, জাহাজটি তার নির্ধারিত রুটে পথচলা অব্যাহত রেখেছে। ড্যানিশ মালিকাধীন ও সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটি সিঙ্গাপুর থেকে পণ্য বহন করে ইসরায়েলের হাইফা বন্দরের দিকে যাচ্ছিল।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় ৪২ হাজার জনের বেশি নিহত

ডেনমার্ক ইয়েমেনের সেনাবাহিনীর হামলা রুখতে লোহিত সাগরে টহলরত মার্কিন নেতৃত্বাধীন টাস্কফোর্সে যোগ দেওয়ার এক দিন পর ড্যানিশ জাহাজে হামলা হলো। গতকাল (শনিবার) ডেনমার্ক ওই টাস্কফোর্সে যোগ দিয়েছিল। ড্যানিশ কোম্পানি মায়ের্স্কসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক জাহাজ চলাচল কোম্পানি চলতি মাসের গোড়ার দিকে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল সাময়িক স্থগিত রেখেছিল।  কিন্তু গতকাল থেকে এটি আবার জাহাজ চালাতে শুরু করে।

গাজায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে। এছাড়া, হুথি যোদ্ধারা ঘোষণা করেছে- ইসরায়েল অভিমুখী যেকোনো দেশের জাহাজ আটক করবে ইয়েমেনের সামরিক বাহিনী। এই ঘোষণার পর আমেরিকা লোহিত সাগরে একটি টাস্ক ফোর্স গঠন করেছে। 

সূত্র : আল-জাজিরা, বিবিসি, আল-মায়েদিন

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর