শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ঢাকা

প্রবাসীদের ক্ষতিপূরণের ৩ মিলিয়ন ডলার বাংলাদেশে পাঠিয়েছে রিয়াদ দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৩, ০৩:২২ পিএম

শেয়ার করুন:

প্রবাসীদের ক্ষতিপূরণের ৩ মিলিয়ন ডলার বাংলাদেশে পাঠিয়েছে রিয়াদ দূতাবাস
রিয়াদের বাংলাদেশ দূতাবাস- ফাইল ফটো

আন্তর্জাতিক অভিবাসী দিবসে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে ৩ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ প্রেরণ করেছে।

সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবে নভেম্বর মাসের বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা ৬৫ জন বাংলাদেশী কর্মীর বকেয়া পাওনা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও ব্লাডমানি হিসেবে আদায়কৃত ২.৯ মিলিয়িন মার্কিন ডলার ঢাকাস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের "Death Compensation Fund" এ প্রেরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সৌদিতে নিহত দুই প্রবাসীর পরিবার পাচ্ছে ৩০ কোটি টাকা

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এর নির্দেশে দূতাবাসের শ্রম কল্যাণ উইং সৌদি আরবে মৃত বাংলাদেশীদের বকেয়া বেতন,সার্ভিস বেনিফিট, দূর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় জোরদার কার্যক্রম শুরু করেছে।

দূতাবাস জানিয়েছে, মৃত বাংলাদেশীদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দূর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় আরো দ্রুততর করার জন্য ইতোমধ্যে দুইটি সৌদি ল' ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মক্কায় ব্যাপক ঝড়-বৃষ্টি, প্লাবিত রাস্তা-ঘাট


বিজ্ঞাপন


বকেয়া বেতন,সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় এবং তা বাংলাদেশে প্রেরণ করায় নিহতদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর