শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ঢাকা

মোদির আমন্ত্রণে সাড়া দিলেন না বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ পিএম

শেয়ার করুন:

মোদির আমন্ত্রণে সাড়া দিলেন না বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ফটো - এপি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে ২০২৪ সালের সাধারণতন্ত্র দিবসে যোগ দিতে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে। 

ওই সময়ই ভারতে আয়োজিত হওয়ার কথা ছিল কোয়াড সম্মেলন। সেটিও ওই সময় হচ্ছে না বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যমগুলো।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ভারতের দক্ষিণাঞ্চল, মৃতের সংখ্যা বেড়ে ২৪

গত ৮ সেপ্টেম্বর নয়া দিল্লিতে আয়োজিত জি-২০ সম্মেলনের ফাঁকেই মোদি ও বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হয়। সেই সময়ই মার্কিন প্রেসিডেন্টকে সাধারণতন্ত্র দিবসে ভারতে আসার আমন্ত্রণ জানান দেশটির প্রধানমন্ত্রী। 

এছাড়া ২৭ জানুয়ারি হওয়ার কথা ছিল কোয়াড সম্মেলন। ভারত, আমেরিকা ছাড়াও জাপান ও অস্ট্রেলিয়ারও অংশ নেওয়ার কথা ছিল সেখানে। কিন্তু বাইডেন না আসায় সমস্যা তৈরি হয়েছে। অন্য দেশগুলোরও সমস্যা আছে বলে গুঞ্জন রয়েছে। তাই সেটিও এখন হচ্ছে না। 

এ কারণে বছরের অন্য কোনো সময়ে কোয়াড সম্মেলন হবে। যদিও ভারতের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কাশ্মিরে ৩৭০ ধারা বাতিল বৈধ, নির্বাচনের নির্দেশ সুপ্রিম কোর্টের

গত সেপ্টেম্বরে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি জানিয়েছিলেন, বাইডেনকে মোদি আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু সরকারিভাবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কিছু বলা হয়নি। 

প্রসঙ্গত, ২০২৩ সালে ভারতের সাধারণতন্ত্র দিবসের অতিথি ছিলেন মিসরের প্রেসিডেন্ট। এখন দেখার বিষয় বাইডেন না এলে তার জায়গায় কাকে সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি করা হয়।

সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর