ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা বাতিলকে বৈধতা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এছাড়া সেখানে আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন দিতে এবং দ্রুত রাজ্যের মর্যাদায় ফেরানোর রায়ও দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত।
ভারতের প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ে বলেছে, জম্মু-কাশ্মিরে ৩৭০ ধারা ছিল অস্থায়ী ব্যবস্থা। তাই এটি বিলুপ্ত করার সিদ্ধান্ত বৈধ। সংবিধান অনুসারেই জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে। খবর এনডিটিভির
বিজ্ঞাপন
আরও পড়ুন: ৩৭০ ধারা কী, কেন ফেরত চান কাশ্মিরিরা?
দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে, জম্মু-কাশ্মির ভারতের অভিন্ন অঙ্গ, এতে কোনও সন্দেহের অবকাশ নেই। জম্মু-কাশ্মিরের সংবিধানের থেকে ভারতের সংবিধান উঁচুতে। জম্মু-কাশ্মিরে ভারতের সংবিধানই চলবে।
সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ ভারতের নির্বাচন কমিশনকে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মিরের বিধানসভা নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। এর অর্থ হলো রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মির।
Supreme Court upholds abrogation of Article 370 in Jammu & Kashmir constitutionally valid, asks Election Commission of India to conduct elections to the Legislative Assembly of Jammu and Kashmir by 30 September 2024 pic.twitter.com/ucpOwGTvm9
— ANI (@ANI) December 11, 2023
গত ৫ সেপ্টেম্বর এ নিয়ে রায়দান স্থগিত রেখেছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ। রায় ঘিরে জম্মু-কাশ্মির জুড়ে রায়ের আগেই কড়া নিরাপত্তা জারি করা হয়েছিল।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের পরই পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মির থেকে ৩৭০ ধারা বিলুপ্তির ঘোষণা দেন। এটি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। পাশাপাশি জম্মু-কাশ্মিরকে একটি কেন্দ্রশাসিত অঞ্চলেও পরিণত করা হয়।
আরও পড়ুন: আশা দেখছেন কাশ্মিরের আপেল চাষিরা
বিষয়টিকে চ্যালেঞ্জ করে বহু ব্যক্তি ও সংগঠন আদালতের দ্বারস্থ হয়। সেসব মামলা একত্র করে এতদিন সুপ্রিম কোর্টে তার বিচার চলছিল।
গত ২ জুলাই থেকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটির ধারবাাহিক শুনানি চলছিল। গত ৫ সেপ্টেম্বর এ বিষয়ে রায়দানের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে রায়দান স্থগিত রাখে বিশেষ সাংবিধানিক বেঞ্চ। পরে ১১ ডিসেম্বর রায়ের দিন ধার্য করা হয়।
একে