রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফিলিস্তিনিদের হামলায় ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:২৮ পিএম

শেয়ার করুন:

ফিলিস্তিনিদের হামলায় ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি সেনা নিহত
ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি সেনা গিল ড্যানিয়েলস। ছবি: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

ফিলিস্তিনিদের হামলায় ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি সেনা নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই সপ্তাহে হামাস-শাসিত গাজা উপত্যকায় লড়াইয়ের সময় একজন ৩৪ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তার নাম গিল ড্যানিয়েলস।


বিজ্ঞাপন


তিনি আশদোদ শহরের বাসিন্দা। তার পদবী ছিল মাস্টার সার্জেন্ট।

গিল ড্যানিয়েলস মঙ্গলবার গাজায় নিহত হন এবং বুধবার তার নিজ শহরের সামরিক কবরস্থানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১৭,১৭৭

ইসরায়েলের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে গাজা উপত্যকায় যুদ্ধের সময় নিহত আরও দুই সেনার মধ্যে গিলও রয়েছেন।


বিজ্ঞাপন


গিল ড্যানিয়েলস জন্ম থেকেই ইসরায়েলের বাসিন্দা ছিলেন। গত ১০ অক্টোবর থেকেই গাজার যুদ্ধক্ষেত্রে ছিলেন তিনি। তবে ৬ ডিসেম্বর ফিলিস্তিনিদের হামলায় মৃত্যু হয় তার। কীভাবে গিল-সহ তিনজন সেনাকর্মীর মৃত্যু হলো, তার বিস্তারিত তথ্য জানা যায়নি। 

ভারতের মহারাষ্ট্র থেকে ইসরায়েলে পাড়ি দিয়েছিলেন গিলের পূর্বপুরুষরা। তবে গিলের বেড়ে ওঠা ইসরায়েলেই। মাকিফ গিমেল স্কুলের পর হিব্রু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। যুদ্ধের ঠিক আগেই বাগদানও সেরে ফেলেছিলেন এ ইসরায়েলি সেনা। 

এরপর হামাসের হামলায় নিহত হন এ ৩৪ বছরের যুবক। অক্টোবরের শেষ দিকে হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে ফিলিস্তিনিদের হামলায় মোট ৮৬ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ‘গাজায় ফিলিস্তিনিদের হামলায় আরও দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে।’

উল্লেখ্য, গাজা উপত্যকার নিরপরাধ ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর প্রায় দুই মাস ধরে ইসরায়েল পাশবিকতা চালিয়ে গেলেও কোনো পশ্চিমা দেশ বা ইউরোপীয় ইউনিয়ন এখন পর্যন্ত তেল আবিবকে আগ্রাসন বন্ধ করার আহ্বান পর্যন্ত জানায়নি।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ১৭৭ জন। বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

গাজার সরকারি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে শতকরা ৭০ ভাগ নারী ও শিশু। 

আরও পড়ুন: ফিলিস্তিনিদের হামলায় আরও ২ ইসরায়েলি সেনা নিহত 

হামাস পরিচালিত ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ইসরায়েলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে নজিরবিহীন সামরিক অভিযান চালায়। ওই অভিযানে ১,২০০ ইসরায়েলি নিহত হয়। ফিলিস্তিনি যোদ্ধারা দুই শতাধিক ইসরায়েলিকে বন্দী করে নিয়ে গাজা উপত্যকায় ফিরে যায়। সেদিন থেকেই ইসরায়েলের সেনাবাহিনী গাজায় ভয়াবহ রক্তাক্ত অভিযান শুরু করে যা এখন পর্যন্ত বিরতিহীনভাবে চলছে।

ইসরায়েলে সামরিক অভিযানের বিষয়ে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের মুখপাত্র খালেদ কাদোমি বলেন, ‘দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের ওপর চালানো নৃশংসতার জবাবে এই সামরিক অভিযান চালানো হয়েছে। আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের ওপর এবং আমাদের পবিত্র স্থাপনা আল-আকসায় ইসরায়েলি নৃশংসতা বন্ধে উদ্যোগ নেবে। এগুলোই হামাসের এই অভিযানের কারণ।’

সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস, মিডল ইস্ট আই, আনাদোলু এজেন্সি

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর