রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কেন তাইওয়ানের চারপাশে চীনের সামরিক তৎপরতা বেড়েছে?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম

শেয়ার করুন:

হঠাৎ কেন তাইওয়ানের চারপাশে চীনের সামরিক তৎপরতা বেড়েছে?
তাইওয়ানের চারপাশে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। ছবি: রয়টার্স

তাইওয়ানের চারপাশে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘বৃহস্পতিবার এ দ্বীপাঞ্চলের চারপাশে চীনা যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ দেখা গেছে।’

তাইওয়ানি কর্তৃপক্ষ জানিয়েছে, তাইওয়ান প্রণালীর সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করছে চীনা বিমান। এছাড়া নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চীনা সামরিক তৎপরতা বৃদ্ধির খবর দিয়েছে তারা।


বিজ্ঞাপন


এ দ্বীপাঞ্চলের চারপাশে চীনা সামরিক তৎপরতা বৃদ্ধির কারণ হচ্ছে - জানুয়ারিতে অনুষ্ঠিতব্য তাইওয়ানের নির্বাচন। ওই বিতর্কিত ভূখণ্ডের শাসক গোষ্ঠী মনে করে যে নির্বাচন উপলক্ষেই এ ধরনের সামরিক কর্মকাণ্ড চালাচ্ছে চীন।

আরও পড়ুন: করোনার পর চীনে কেন শিশুদের নিউমোনিয়া বাড়ছে?

তাইওয়ান গণতান্ত্রিকভাবে শাসিত একটি বিতর্কিত ভূখণ্ড। এটাকে চীন তার নিজস্ব এলাকা বলে দাবি করে। এছাড়া গত চার বছর ধরে এ দ্বীপাঞ্চলের চারপাশে নিয়মিত চীনা সামরিক টহল ও মহড়ার অভিযোগ করেছে সেখানকার শাসক গোষ্ঠী।

তাইওয়ানে ১৩ জানুয়ারি প্রেসিডেন্ট এবং সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে প্রচার-প্রচারণা চলছে। চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক এ নির্বাচনী প্রচার-প্রচারণার অন্যতম প্রধান বিষয়।


বিজ্ঞাপন


তাইওয়ানি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার সকাল থেকে তারা চীনের জে-১০ ও জে-১৬ যুদ্ধবিমানগুলোকে মধ্য তাইওয়ান এবং তার দক্ষিণ-পশ্চিমে শনাক্ত করেছে। এছাড়া তারা এ সময় সেখানে জাহাজবাহিত চীনা হেলিকপ্টার দেখেছে।

এ বিমানগুলোর মধ্যে এগারোটি তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। এছাড়া কাছাকাছি অঞ্চলে এ যুদ্ধবিমানগুলো চীনা যুদ্ধজাহাজের সঙ্গে "যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল" চালিয়েছে।

আরও পড়ুন: মিয়ানমার সীমান্তের কাছে চীনের সামরিক মহড়া

তাইওয়ান প্রণালীর এ মধ্যরেখাটি এক সময়  দুই পক্ষের মধ্যে একটি অনানুষ্ঠানিক বাধা হিসেবে কাজ করত। কিন্তু, এখন চীনের বিমানগুলো নিয়মিত এ মধ্যরেখার ওপর দিয়ে উড়ে যায়।

তাইওয়ানি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই এলাকা নিরীক্ষণের জন্য তাইওয়ান তাদের নিজস্ব সেনাবাহিনী পাঠিয়েছে। কিন্তু, এর আগেও চীন বেশ কয়েকবার এ অঞ্চলে তাদের সামরিক তৎপরতা চালিয়েছে।

এ বিষয়ে চীন বলছে, তাইওয়ানের কাছাকাছি তাদের সামরিক কার্যকলাপের লক্ষ্য এ দ্বীপাঞ্চলে যেকোনো বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড প্রতিহত করা এবং চীনের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা। একইসাথে তারা চায় না যে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো যোগসাজশ গড়ে উঠুক।

সূত্র : রয়টার্স

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর