শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আবারও বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ১২:৪৫ পিএম

শেয়ার করুন:

গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আবারও বাড়ছে
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি: রয়টার্স

গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরেক দফায় বাড়ছে। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

এ বিষয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে। এর মাধ্যমে ছয় দিনের যুদ্ধবিরতির মেয়াদ আরেক দফায় বাড়ে। 


বিজ্ঞাপন


উভয় পক্ষই বৃহস্পতিবার সকালে বলেছিল যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক মিনিট আগে - তারা এটার মেয়াদ বৃদ্ধি করেন।

এ বিষয়ে ইসরায়েল বলেছে, "জিম্মিদের মুক্তির প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার আলোকে এবং চুক্তির শর্তাবলী সাপেক্ষে যুদ্ধবিরতি বাড়ানো হবে।"

আরও পড়ুন: জার্মানিতে ইহুদিদের ওপর ক্ষোভ বেড়েছে ৩০০ শতাংশ

হামাস তাদের বিবৃতিতে নিশ্চিত করেছে যে এ ফিলিস্তিনি গোষ্ঠীটি সপ্তম দিনের জন্য যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে।


বিজ্ঞাপন


বিধ্বস্ত গাজায় আরও জিম্মি মুক্তি এবং অতিরিক্ত সাহায্যের অনুমতি দেওয়ার জন্য যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে উভয় পক্ষের ওপর চাপ ছিল।

বৃহস্পতিবারই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল। কাতার জানিয়েছে, যুদ্ধবিরতি আরও এক দিন বাড়ানো হয়েছে। তার আগে বুধবার এবং বৃহস্পতিবার হামাস ও ইসরায়েল দু’পক্ষই কিছু বন্দীকে মুক্তি দিয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনীও জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ আরও এক দিন বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যেও বন্দীদের মুক্তি দেওয়া হবে। কাতার জানিয়েছে, প্রতিদিন হামাস ১০ জন করে পণবন্দীকে ছাড়বে এবং ইসরায়েল ৩০ জন করে ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। আর এই সময়ের মধ্যে কেউ কোনো সামরিক অভিযান চালাবে না। গাজায় ত্রাণ ঢুকতে দেওয়া হবে। 

কারা মুক্তি পেলেন?

দুই পক্ষের মধ্যে অন্যতম মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, বুধবার হামাস যে ১০ ইসরায়েলিকে ছেড়েছে, তাদের মধ্যে তিনজন জার্মানিরও নাগরিক। একজন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। একজন ইসরায়েলের পাশাপাশি ডাচ নাগরিক।

নেদারল্যান্ডসের বিদায়ী প্রধানমন্ত্রী মার্ক রুটে জানিয়েছেন, ''এই ইসরায়েলি-ডাচ নাগরিকের বয়স ১৮ বছর। ভয়ংকর অভিজ্ঞতার পর তিনি পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। এটা খুবই আনন্দের ও স্বস্তির বিষয়।'' তিনি বলেছেন, ''বাকি পণবন্দীদের দ্রুত মুক্তি দেওয়াটাও জরুরি।''

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস জানিয়েছে, ''১০ জন ইসরায়েলি ও চারজন থাইল্যান্ডের নাগরিক ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করেছেন। তাদের পরিবারকেও এই কথা জানানো হয়েছে।''

আরও পড়ুন: ইসরায়েলি কারাগার থেকে মুক্তি মিলল আরও ৩০ ফিলিস্তিনির

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ''রেডক্রস এই ১৪ জনকে ইসরায়েলে পৌঁছে দেওয়ার পর প্রথমে তাদের স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। তারপর সেনারাই তাদের গন্তব্যে পৌঁছে দেবে।''

ইসরায়েলে ব্লিংকেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৃহস্পতিবার তেল আভিভে পৌঁছেছেন। তিনি ইসরায়েলের নেতাদের সঙ্গে কথা বলবেন।

ব্লিংকেন বলেছেন, যুদ্ধবিরতির মেয়াদ যাতে বাড়ে তিনি সেই চেষ্টা করবেন।

গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস লড়াই শুরুর পর এই নিয়ে তৃতীয়বার ইসরায়েল গেলেন ব্লিংকেন।

চীনের বক্তব্য

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলেছেন, ''ইসরায়েল-হামাস সংঘাত দেখিয়ে দিচ্ছে, ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রও জরুরি।''

তিনি বলেছেন, ''দুই রাষ্ট্র নীতি দিয়েই সমস্যার সমাধান হতে পারে। না হলে ফিলিস্তিন-ইসরায়েল পরিস্থিতি উত্তপ্ত ও টালমাটাল থাকবে।''

পশ্চিম তীরে দুই অপ্রাপ্তবয়স্কের মৃত্যু

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ, ইসরায়েলের সেনারা পশ্চিম তীরের জেনিন ত্রাণশিবির আক্রমণ করার সময় একজন আট ও একজন ১৫ বছর বয়সীকে হত্যা করেছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তাদের দিকে যারা বিস্ফোরক ছুড়ছিল, তাদেরই গুলি করা হয়েছে। 

সূত্র : আল-জাজিরা, মিডল ইস্ট আই, রয়টার্স, এপি

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর