বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ঢাকা

হামাসের নৌ কমান্ডার বিমান হামলায় নিহত: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

হামাসের নৌ কমান্ডার বিমান হামলায় নিহত: ইসরায়েল
সমুদ্রে ইসরায়েলি সেনাদের টহল (ফাইল ফটো)। ছবি: এএফপি, এনডিটিভি

হামাসের নৌ কমান্ডার বিমান হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী এ দাবি করেছে।

এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, নৌবাহিনী, আমান ও শিনবেতের গোয়েন্দা নির্দেশনায় এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।


বিজ্ঞাপন


ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং শিনবেত খান ইউনিসে হামাসের নৌবাহিনীর কমান্ডার আমর আবু জাল্লাকে হত্যার ঘোষণাও দিয়েছে। তাদের দাবি, বিমান হামলা চালিয়ে তাকে মারা হয়।

ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, অমর আবু জাল্লা গাজায় যুদ্ধের শুরু থেকেই বেশ কয়েকটি নৌ হামলার প্রচেষ্টা চালান। কিন্ত, ইসরায়েলি বাহিনী তা ব্যর্থ করে দেয়।

এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তাদের নৌ গোয়েন্দা জাহাজের নির্দেশে হামাসের অস্ত্র গুদাম, প্রশিক্ষণ শিবির, উপকূলের কাছে থাকা টানেল ও পর্যবেক্ষণ পোস্টগুলো ধ্বংসের দাবি করে।

এদিকে মিডল ইস্ট আই জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি চলাকালীন বাড়ি ফেরার চেষ্টারত ফিলিস্তিনিদের ওপর গুলি চালাচ্ছে ইসরায়েলিরা।


বিজ্ঞাপন


গণমাধ্যমটির প্রতিনিধি মাহা হুসাইনি এখনও গাজায় অবস্থান করছেন। তিনি জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের চার দিনের যুদ্ধবিরতি চলাকালীন তাদের নিজেদের এলাকা ও ঘরে ফিরে যেতে বাধা দেওয়ার জন্য গুলি চালাচ্ছে।

মাহা হুসাইনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় আড়াই ঘন্টা পরে - ইসরায়েলি বাহিনী মধ্য গাজার মাগাজির পূর্বে গুলি চালায়। সেখানে ফিলিস্তিনিরা তাদের বাড়ি ফেরার চেষ্টা করছিল।

এ বিষয়ে তিনি বলেন, আমি বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি। আমি এখানকার পূর্বাঞ্চলে ইসরায়েলি মেশিনগানের গুলির শব্দ শুনতে পাচ্ছি।

এর আগে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক সংবাদ সম্মেলনে বলেন, শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে। 

তিনি আরও বলেছেন, শুক্রবার বিকেল ৪টায় বন্দীদের প্রথম দলটিকে মুক্তি দেওয়া হবে। যুদ্ধবিরতির মেয়াদ হবে চার দিন।

সূত্র : আল-জাজিরা, এনডিটিভি, আই-২৪ নিউজ, মিডল ইস্ট আই

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর