শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

ভারতের হারে মুষড়ে পড়েছেন কর্মীরা, ছুটি ঘোষণা কোম্পানির

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম

শেয়ার করুন:

ভারতের হারে মুষড়ে পড়েছেন কর্মীরা, ছুটি ঘোষণা কোম্পানির
অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে ভারত। ছবি: বিবিসি

ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। গত রোববার গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে দুঃখজনক পরাজয় হয় ভারতের। এই পরাজয়ে কেবল ভারতীয় ক্রিকেট দলই নয়,পর্যুদস্ত গোটা দেশ। মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন অনেকেই। এমন পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে কর্মীদের একদিনের ছুটি দিয়েছে দেশটির গুরগাঁও শহরের একটি প্রতিষ্ঠান। আকস্মিক এমন ছুটি পেয়ে আপ্লুত কর্মীরা। 

রোববার ভারতের হারের কারণে মুষড়ে পড়া কর্মীদের সোমবার ছুটি দিয়েছে গুরগাঁওয়ের একটি মার্কেটিং এজেন্সি। ওই প্রতিষ্ঠানের এক কর্মীই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। খবর এনডিটিভির


বিজ্ঞাপন


আরও পড়ুন: ভারতের বন্দরে ভয়াবহ আগুন
 
দীক্ষা গুপ্তা নামের ওই কর্মী সংস্থার মার্কেটিং বিভাগে কাজ করেন। এবার বিশ্বকাপে ভারত পর পর ৯টি ম্যাচে জিতে যাওয়ায় অনেকের মতো তিনিও ধরেই নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের হাতেই এবার কাপ উঠবে। কিন্তু শেষ পর্যন্ত যা হলো, তা কেউ আশা করেননি। তাই সবারই মন খারাপ হয়ে যায়।

এমন অবস্থার মধ্যে সোমবার সকালে অফিস থেকে ছুটির মেইল আসার খবরে বিস্মিত হয়েছেন সকলে। দীক্ষা লিখেছেন, ‘সকালে ঘুম থেকে উঠেই মেইল পাই। এমন অপ্রত্যাশিত ছুটির মেইল পড়ে আমি চমকে যাই। ভারতের হেরে যাওয়ায় আমি এবং বাকি সহকর্মীরা  মুষড়ে পড়েছিলাম। সপ্তাহের শুরুতে এমন ছুটি পাব, একেবারেই আশা করিনি।’

দীক্ষা ওই সংস্থার মার্কেটিং বিভাগে কাজ করেন। বিশ্বকাপের শুরু থেকেই প্রচণ্ড উত্তেজিত ছিলেন। ভারত পরপর ৯টি ম্যাচে জিতে যাওয়ায় তিনি ধরেই নিয়েছিলেন এবার বিশ্বকাপ রোহিতের হাতেই যাবে। তার সহকর্মীদের মধ্যেও একই রকম উত্তেজনা কাজ করছিল। কিন্তু শেষ পর্যন্ত যা হল, সেটা কেউ আশা করেননি। তাই সকলেরই মনখারাপ হয়ে যায়।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে হালাল ট্যাগযুক্ত পণ্য নিষিদ্ধ


বিজ্ঞাপন


তবে সোমবার সকালে অফিস থেকে ছুটির মেল আসার খানিক বিস্মিত হয়েছেন সকলেই। দীক্ষা টুইটারে লিখেছেন, ‘আমি ঘুমোচ্ছিলাম। হঠাৎই একটা মেইল আসে। সেই মেইল পড়ে আমি চমকে যাই। ভারতের হেরে যাওয়ায় আমি এবং বাকি সহকর্মীরা সকলেই খুব মুষড়ে পড়েছিলাম। তবে তার জন্য সপ্তাহের শুরুতে একটা ছুটি পাব, সেটা একেবারেই আশা করিনি।’

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর