শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

ফিলিস্তিনের পশ্চিম তীরে তীব্র সংঘাত, ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩, ০২:১৫ পিএম

শেয়ার করুন:

ফিলিস্তিনের পশ্চিম তীরে তীব্র সংঘাত, ইসরায়েলি সেনা নিহত
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের টহল (ফাইল ফটো)। ছবি: এপি

ফিলিস্তিনের পশ্চিম তীরে তীব্র সংঘাত চলছে। সেখানে ফিলিস্তিনিদের হাতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

ইসরায়েল জানিয়েছে, ‘তাদের নিরাপত্তা বাহিনী তিন বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে। এসব বন্দুকধারীরা পশ্চিম তীর থেকে জেরুসালেমের দিকে যাওয়ার একটি চেকপয়েন্টে গুলি শুরু করেছিল। এ ঘটনায় ইসরায়েলের এক সৈন্য নিহত হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে। হামাসের সামরিক শাখা দাবি করেছে যে তারাই ওই হামলা চালিয়েছে।’


বিজ্ঞাপন


এছাড়া ফিলিস্তিনের জেনিন শহরে আবারও ইসরায়েলি অভিযানের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: গাজার হাসপাতালে নেই পানি ও অক্সিজেন, রোগীরা তৃষ্ণায় কাতর

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে যে এ সংস্থাটির একটি মেডিকেল সার্ভিসেস টিম আল-আহলি হাসপাতালের ভেতরে আটকা পড়েছে।

সেখানে তাদের কর্মীরা প্রচণ্ড বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শুনছিল।


বিজ্ঞাপন


সামাজিক মাধ্যমে তারা জানিয়েছে, “হাসপাতাল প্রাঙ্গণে বেশ কয়েকজন হতাহত হয়েছে। আমাদের দলটি হাসপাতাল প্রাঙ্গণের ৩০ মিটারের মধ্যেই অবস্থান করছিল। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না।” 

এরপর থেকে এ ঘটনার আর কোনো আপডেট পাওয়া যায়নি। ইসরায়েলের দিক থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি।

এছাড়া গাজার দক্ষিণে খান ইউনিস শহরে লিফলেট ফেলে লোকজনকে বাড়ি-ঘর ছেড়ে আশ্রয় শিবিরের দিকে যাওয়ার কথা বলা হচ্ছে।

সেখানে অন্তত চারটি শহরে এ ধরনের লিফলেট ফেলা হচ্ছে।

ওদিকে দিনের বেশিরভাগ সময়েই গাজায় মোবাইল ও ইন্টারনেট সেবা কাজ করছে না। টেলিকম কোম্পানিগুলো জানিয়েছে জ্বালানির অভাবে তারা তাদের কার্যক্রম চালাতে পারছে না।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১১,৫০০

এমনকি জ্বালানি তেলের সংকটের কারণে ত্রাণ কার্যক্রমেও সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, শুক্রবার থেকে মিসর সীমান্ত থেকে ত্রাণসামগ্রী আনার জন্য ট্রাক পাঠানো সম্ভব হবে না।

অপরদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি দাবি করেছেন যে গাজার দু’টি ভূগর্ভস্থ এলাকায় গত কয়েক দিন ধরে হামাসের কয়েকজন সিনিয়র নেতাকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে তারা। হামাসের কয়েকজন সিনিয়র কমান্ডার এসব জায়গায় লুকিয়ে আছে। এর মধ্যে হামাসের নর্দার্ন গাজা ব্রিগেডের প্রধান আহমেদ রান্দোর এবং হামাস রকেট ব্রিগেডের প্রধান হাইমান সিয়ানও আছে। 

তিনি জানিয়েছেন যে এর বাইরে আরও একটি ভূগর্ভস্থ এলাকায় হামলা চালানো হয়েছে। সেখান হামাসের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির অবস্থানের কথা জানান হ্যাগারি।

সূত্র : বিবিসি

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর