গাজাকে পৃথিবী থেকে মুছে ফেলার আহ্বান জানিয়েছেন এক ইসরায়েলি এমপি। লিকুদ পার্টির ওই নারী এমপির নাম গ্যালিট ডিস্টেল অ্যাটবারিয়ান। এর আগে তিনি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
বুধবার সম্পূর্ণ গাজা ভূখণ্ডকে পৃথিবী থেকে মুছে ফেলার আহ্বান জানিয়ে গ্যালিট ডিস্টেল অ্যাটবারিয়ান বলেন, ‘ফিলিস্তিনের এ উপকূলীয় ভূখণ্ডটিকে নিশ্চিহ্ন করা উচিত।’
বিজ্ঞাপন
এ নারী এমপি ফেসবুকে পোস্ট করে তার সহকর্মী ইসরায়েলিদের কাছে একটি বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাদ দিয়ে গাজার "দানবদের" (হামাস) দিকে মনোনিবেশ করুন।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় গাজার জাবালিয়া ক্যাম্পের ১০০০ মানুষ হতাহত
গ্যালিট ডিস্টেল অ্যাটবারিয়ান বলেন, ‘একটি ক্ষেত্রে সমস্ত শক্তি নিয়োগ করুন, এবার গাজাকে পৃথিবী থেকে মুছে ফেলুন।’
তিনি বলেছিলেন যে তিনি "সাহসী দানবদের" (হামাস সদস্যদের) গাজার দক্ষিণের বাধা অতিক্রম করে মিসরে পালিয়ে যেতে দেখতে চান, "অথবা তাদের মরতে দেখতে চান।
বিজ্ঞাপন
এ নারী এমপি বলেন, গাজাকে নিশ্চিহ্ন করা দরকার এবং অধিকৃত পশ্চিম তীরের নাৎসিদেরও আক্রমণ করা দরকার।
তিনি বলেন, একটি "প্রতিশোধপরায়ণ এবং দুষ্ট" ইসরায়েলি সামরিক বাহিনীর প্রয়োজন, যাদের মধ্যে তেমন কোনো নৈতিকতা থাকবে না।
আরও পড়ুন: গাজায় শরণার্থী শিবিরে নিহত বেড়ে ১৯৫, হাসপাতাল যেন মর্গ
এর আগে ৭ অক্টোবর তারিখে শত শত ফিলিস্তিনি যোদ্ধা গাজা উপত্যকা থেকে ইসরায়েলে আক্রমণ করে। এ সময় হামাসের অভিযানে ১৪,০০ ইসরায়েলি নিহত হন। এরপর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় অব্যাহত বোমা হামলা করছে।
এ বিষয়ে গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে হয়েছে আট হাজার ৭৮৬ জন। ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে তিন হাজার ৬৪৮ জনই শিশু। এছাড়া নিহতদের মধ্যে দু’হাজার ২৯০ জন নারী আছে।
সেখানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এক হাজার ১২০জন শিশুসহ মোট দু’হাজার ৩০ জন। তারা সবাই নিখোঁজ রয়েছেন।
ইসরায়েলি বিমান হামলায় গাজার ১৩০ প্যারামেডিক এবং মেডিকেল ক্রু নিহত হয়েছেন। সেখানে ২৮টি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়েছে এবং ২৭০টিরও বেশি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বিমান হামলা হয়।
এদিকে নিরাপত্তা কাউন্সিলে জরুরি বৈঠকে জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থাগুলো আবারও মানবিক অস্ত্র বিরতির জন্য আহ্বান জানিয়েছে।
সূত্র : মিডল ইস্ট আই, আল-জাজিরা
এমইউ