পাকিস্তানে বসবাসকারী আফগান শরণার্থীরা দাবি করেছে যে, পাকিস্তানি সেনাবাহিনী তাদের বাড়িঘর ধ্বংস করেছে এবং তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটি জানায় টোলো নিউজ।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর খবরে বলা হয়েছে, যেসব শরণার্থী দীর্ঘদিন ধরে পাকিস্তানে বসবাস করছেন তারা উকিলদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
পাকিস্তান-ভিত্তিক আফগান শরণার্থী হাজি নাজার বলেন, 'গত দুই দিনে আফগানদের শরণার্থী শিবির নির্মমভাবে ধ্বংস করা হয়েছে। তারা (পাকিস্তানের সরকার) ঘরের ভেতরে নারী বা শিশু আছে কিনা সেদিকে খেয়াল রাখে না।'
আরও পড়ুন: পাকিস্তানে বেড়েছে আন্তঃসীমান্ত হামলা
পাকিস্তানে আফগান শরণার্থী কাউন্সিলের প্রধান বলেছেন, পাকিস্তানের বিভিন্ন স্থানে সরকার আফগানদের বাড়িঘর ধ্বংস করছে।
আফগান শরণার্থী কাউন্সিলের প্রধান মীর আহমদ রউফ বলেছেন, 'ইসলামাবাদে বিশেষ করে বি-১৭, করাচি এবং পাকিস্তানের অন্যান্য এলাকায় তারা আফগানদের বাড়িঘর ধ্বংস করছে এবং এমনকি তাদের ব্যক্তিগত জিনিসপত্রও বাজেয়াপ্ত করা হচ্ছে।'
বিজ্ঞাপন
পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার জোর দিয়ে বলেছেন যে, আফগান শরণার্থীদের প্রত্যাবাসনের অর্থ আফগানিস্তানের সাথে সম্পর্কের অবসান নয়।
তালেবান বলেছে, আফগান শরণার্থীদের সঙ্গে এ ধরনের দুর্ব্যবহার পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিরূপ প্রভাব ফেলবে।
আরও পড়ুন: কুশতেপা খাল: তালেবানের মেগা প্রজেক্টে বদলে যাচ্ছে আফগানিস্তান
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, 'তাদের (পাকিস্তানে অবস্থানরত আফগান শরণার্থীদের) গ্রেফতার উভয় দেশের উপকার করতে পারে না। দুর্ভাগ্যবশত এটি আফগানিস্তান ও পাকিস্তান এবং উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। পাকিস্তানি কর্তৃপক্ষের এটি সম্পর্কে যত্ন নেওয়া উচিত।'
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আফগান শরণার্থীদের আশ্রয় দিতে আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়েছে পাকিস্তান।
রাজনৈতিক বিশ্লেষক সামিউল্লাহ আহমদজাই বলেন যে, কর্তৃপক্ষের পদক্ষেপটি কেবল অবৈধ আফগান অভিবাসীদের লক্ষ্যবস্তু নয় বরং যারা বৈধভাবে বসবাস করছেন তাদেরও প্রভাবিত করছে।
একে