সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘সময় শেষ’: ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ১০:২৫ এএম

শেয়ার করুন:

‘সময় শেষ’: ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান- ফাইল ফটো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় পাঁচ শতাধিক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখে পড়েছে ইসরায়েল। এই গণহত্যার কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে, ইসরায়েলের সময় শেষ।

গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্ববাসীকে ইসরায়েলের বিরুদ্ধে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ভয়াবহ হামলা ও গণহত্যায় সহস্রাধিক নিরপরাধ নারী ও শিশু ভুক্তভোগী। সময় এসে গেছে এমন ভুয়া শাসকদের বিরুদ্ধে বিশ্ববাসীর এক হওয়ার। তারা জঙ্গিগোষ্ঠী আইএসআইসের চেয়েও বেশি ঘৃণ্য।’  


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৫০০

ইসরায়েলের উদ্দেশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওই পোস্টের শেষের দিকে লেখেন, ‘সময় শেষ’।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেন, যদি গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অপরাধযজ্ঞ অব্যাহত থাকে তাহলে তেল আবিবকে ভিন্ন পরিস্থিতির মুখে পড়তে হবে।

নাসের কানয়ানি বলেন, ‘আমরা গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একটি অসম যুদ্ধ দেখছি পাশাপাশি দেখছি ঘৃণ্য হত্যাযজ্ঞ।’

লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘আমরা ফিলিস্তিনিদের ওপর একটি গণহত্যা প্রত্যক্ষ করছি। কিন্তু প্রতিরোধ যোদ্ধাদের হাত বাধা নয়। তারা একদম অলস বসে থাকবে না বরং তারা কঠিন জবাব দেবে।’

মঙ্গলবার রাতে গাজার আল-আহলি আরব নামের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৫০০ মানুষকে হত্যা করে  ইসরায়েল। এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাসপাতালটিতে কয়েকশ আহত ও অসুস্থ মানুষ ছিলেন। এ ছাড়া জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষও এখানে ছিলেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চেয়েছে ইসরায়েল

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপর থেকে গাজায় পাল্টা বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে ফিলিস্তিনে নিহতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। অপরদিকে ইসরায়েলে নিহত হয়েছে ১৪০০ জন।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর