শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ঢাকা

হামাস মানেই ফিলিস্তিন নয়: মাহমুদ আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

হামাস মানেই ফিলিস্তিন নয়: প্রেসিডেন্ট আব্বাস
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস- ফাইল ফটো/সংগৃহীত

হামাসের কর্মকাণ্ড ও নীতি ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বার্তা সংস্থা ওয়াফার বরাতে বিবিসি বলছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনালাপে এই মন্তব্য করেন আব্বাস।

এছাড়াও মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনের মানুষ ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) কে মর্যাদা দেয়। তারাই ফিলিস্তিনের মানুষের প্রতিনিধি। হামাস নয়।


বিজ্ঞাপন


গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। গাজা ও ইসরায়েলের সংঘাত এই কয়েকদিনে চরম মাত্রা নিয়েছে। গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এমন অবস্থায় হামাসের বিষয়ে এই মন্তব্য করলেন মাহমুদ আব্বাস।

আরও পড়ুন: হামাসের শীর্ষ নেতা কারা, শিক্ষাগত যোগ্যতা কতটুকু?

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা ইস্যুতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গা ফোনালাপ করেছেন।

ওয়াফার প্রতিবেদন অনুযায়ী, উভয় পক্ষের বেসামরিক নাগরিক, বন্দী এবং আটকদের মুক্তির আহ্বান জানিয়েছেন মাহমুদ আব্বাস। তিনি ২০০৫ সাল থেকেই ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি রাজনৈতিক দল ফাতাহ’র নেতৃত্ব দিচ্ছেন। মূলত হামাস এবং ফাতাহ পার্টির মধ্যে তিক্ত প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।  ২০০৭ সাল থেকেই শাসন করে আসছে হামাস।


বিজ্ঞাপন


তবে হামাসের বিষয়ে সমালোচনা করা এসব মন্তব্য পরে প্রতিবেদন থেকে সরিয়ে নেয় ওয়াফা।

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের একচ্ছত্র রাজত্ব থাকলেও, পুরো ফিলিস্তিনের রাজনীতি আছে জটিল অবস্থায়। সবচেয়ে প্রভাবশালী দল ফাতাহ। তার পরেই আসে হামাসের নাম। হামাস ইসলামপন্থি আর ফাতাহ ধর্মনিরপেক্ষ। তবে গাজায় ইজরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর মাহমুদ আব্বাস সরকারের এমন অবস্থান অবাক করেছে।

গাজা উপত্যকা ৪১ কিলোমিটার দীর্ঘ এবং ১০ কিলোমিটার প্রশস্ত একটি অঞ্চল যা ইসরায়েল, মিশর এবং ভূমধ্যসাগরের মধ্যে অবস্থিত। এখানে প্রায় ২৩ লাখ মানুষ বসবাস করে, যা বিশ্বের সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে একটি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২,৭৫০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ৯ হাজার ৭০০ জনের বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। সর্বাত্মক অবরোধের মধ্যে পড়া গাজায় মৃতদেহ রাখার ব্যাগের সংকট দেখা দিয়েছে।

আরও পড়ুন: অবরুদ্ধ গাজা কত বড়, কীভাবে জীবন কাটে ফিলিস্তিনিদের?

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের পশ্চিম তীরে নিহতের সংখ্যা বেড়ে ৫৮ জনে পৌঁছেছে। সেখানে আহত হয়েছেন ১২৫০ জন। খবর রয়টার্স ও আনাদুলু এজেন্সির

জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা বলেছে, গাজায় মৃতদেহ রাখার জন্য পর্যাপ্ত বডি-ব্যাগ নেই।

এদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪০০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজারের বেশি ইসরায়েলি।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর