রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতে আফগান দূতাবাস বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৩, ১১:১৫ এএম

শেয়ার করুন:

ভারতে আফগান দূতাবাস বন্ধ ঘোষণা
দিল্লিতে আফগান দূতাবাস- ফাইল ফটো/এনডিটিভি

ভারতে দূতাবাসের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে আফগানিস্তান। নয়াদিল্লি সরকারের পক্ষ থেকে অসহযোগিতাপূর্ণ আচরণসহ কয়েকটি কারণ উল্লেখ করে এ ঘোষণা দিয়েছে কাবুল।

ভারতের আফগান দূতাবাস শনিবার এক বিবৃতিতে বলেছে যে, আগামীকাল রোববার (১ অক্টোবর) থেকে নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাসের কাজকর্ম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধু আফগান নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া সংক্রান্ত ‘কনসুলার সার্ভিস’ আপাতত চালু থাকবে। খবর এনডিটিভির


বিজ্ঞাপন


শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিন পৃষ্ঠার এক বিবৃতিতে ১ অক্টোবর থেকে দূতাবাস বন্ধের এ ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, ‘অত্যন্ত পরিতাপের বিষয়, ভারতে আফগান দূতাবাস বন্ধ করে দিতে হচ্ছে। আমাদের অনুরোধ, এর আগে ভারত সরকারের কাছে জমা দেয়া চার দফা যেন গুরুত্বের সঙ্গে দেখা হয়। বিশেষ করে দূতাবাস প্রাঙ্গণে যেন আফগানিস্তানের পতাকা উড়াতে দেয়ার বিষয়টি বিবেচনা করা হয় এবং কাবুলের বৈধ সরকারের কাছে দূতাবাসের সবকিছু যেন হস্তান্তর করা হয়।’

আরও পড়ুন: তালেবানের পদক্ষেপেই বিশ্বসেরা মুদ্রা হয়ে উঠেছে ‘আফগানি’

ভারতে আফগান রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন ফরিদ মাহমুদজাই, যিনি তালেবানপূর্ববর্তী আশরাফ গনি সরকারের নিয়োগপ্রাপ্ত। তবে ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পরও তিনিই ভারতীয় আফগান দূতাবাসের প্রধান রয়ে গেছেন।
 
পরে ট্রেড কাউন্সিলর কাদির শাহ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে নিজেকে দূতাবাসটির তালেবান দ্বারা নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দাবি করেন। যদিও ভারতের আফগান দূতাবাসের দেয়া বিবৃতিতে কূটনৈতিক মিশনটিতে ক্ষমতার দ্বন্দ্বের অভিযোগ নাকচ করা হয়েছে।
 
ভারত এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। ফলে নয়াদিল্লির কাবুল দূতাবাসে আগের সরকারের পতাকা উড়ানো হবে, নাকি বর্তমান তালেবানের পতাকা উড়ানোর অনুমতি দেয়া হবে তা নিয়ে সংশয় রয়ে গেছে।

আরও পড়ুন: ৬.৫ বিলিয়ন ডলারের খনি চুক্তি স্বাক্ষরের দাবি তালেবানের


বিজ্ঞাপন


আফগানিস্তান প্রসঙ্গে ভারত সরকার বলে আসছে, আফগানিস্তানের মাটি সন্ত্রাসীদের হাতে যাক বা সন্ত্রাসীদের দ্বারা ব্যবহৃত হোক তা তারা চায় না।

কাবুলের বর্তমান তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত। কিন্তু কাবুলে ভারতসহ ১২টি দেশের দূতাবাস এখনও চালু রয়েছে। আফগানদের জন্য চালু করা মানবিক সাহায্য, বাণিজ্য ও মেডিক্যাল সাহায্য চালু রাখার জন্য দূতাবাস খোলা রাখা হয়েছে বলে আগেই জানিয়েছিল নরেন্দ্র মোদি সরকার।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর