চীন ও সৌদি আরব অক্টোবরে যৌথ নৌ মহড়া পরিচালনা করবে। বৃহস্পতিবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সামরিক অনুশীলনের ঘোষণা দেয়।
গ্লোবাল টাইমস জানিয়েছে, ‘ব্লু সোর্ড ২০২৩’ নামের এ সামরিক মহড়া দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের ঝানজিয়াং শহরে অনুষ্ঠিত হবে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র একটি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দিয়েছেন।’
বিজ্ঞাপন
আরও পড়ুন: মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন: চীনপন্থী ও ভারতপন্থী প্রার্থীর লড়াই
সরকারি গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদন অনুসারে, উভয় দেশ এর আগে ২০১৯ সালে সহযোগিতামূলক নৌ মহড়া পরিচালনা করেছিল।
চীন এই বছর একটি চুক্তির মধ্যস্থতা করেছে যেখানে মধ্যপ্রাচ্য অঞ্চলের ঐতিহাসিক প্রতিপক্ষ সৌদি আরব ও ইরান সম্পর্ক সংশোধন করতে এবং তাদের কূটনৈতিক মিশন পুনরায় চালু করতে সম্মত হয়েছে।
বিজ্ঞাপন
বেইজিংয়ে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর দু’দেশ এক যৌথ বিবৃতিতে পরস্পরের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করতে এবং একে অপরের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে প্রতিশ্রুতিবদ্ধ হয়।
এরপর গত মে মাসে ইরানের শীর্ষ কূটনীতিক আলি রেজা এনায়েতিকে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইরান গত জুন মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদে নিজের দূতাবাস চালুর পাশাপাশি দেশটির জেদ্দা শহরে একটি কনস্যুলেট চালু করেছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
এমইউ

