নাগর্নো-কারাবাখ প্রজাতন্ত্র বিলুপ্ত হচ্ছে বলে জানিয়েছেন সামভেল শাহরামানিয়ান। শাহরামানিয়ান হচ্ছেন এ স্ব-ঘোষিত প্রজাতন্ত্রের নেতা। এই ঘোষণা আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে।
এ নাগর্নো-কারাবাখ প্রজাতন্ত্রের আরেক নাম হচ্ছে আর্টসাখের স্ব-ঘোষিত প্রজাতন্ত্র। এ প্রজাতন্ত্রের নেতা বলেন, তিনি নাগর্নো-কারাবাখ প্রজাতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞাপন
১৯১৭ সালে রুশ সাম্রাজ্যের পতনের পর থেকে নাগর্নো-কারাবাখ অঞ্চলকে নিজেদের বলে দাবি করে আসছে আজারবাইজান ও আর্মেনিয়া। ১৯৯০ এর দশকে এক যুদ্ধের মাধ্যমে নাগর্নো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজান থেকে আলাদা হয়ে যায়। এরপর ২০২০ সালে আর্মেনিয়ার সঙ্গে দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে নাগর্নো-কারাবাখের একটা অংশ উদ্ধার করতে সক্ষম হয় আজারবাইজান।
আরও পড়ুন: নাগর্নো-কারাবাখের জ্বালানি ডিপোতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬৮
সম্প্রতি সামরিক অভিযান চালিয়ে কারাবাখের বাকি অংশের ওপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে আজারবাইজান। এরপর সেখানকার আর্মেনীয় বাসিন্দারা নিরস্ত্র হওয়ার শর্ত মেনে নিয়ে চুক্তি করেছে। এরই ভিত্তিতে স্বঘোষিত প্রজাতন্ত্র বিলুপ্তির ঘোষণা দেওয়া হলো।
প্রজাতন্ত্র বিলুপ্তির ঘোষণা দেওয়ায় নাগর্নো-কারাবাখের মানুষেরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে, সব ধরনের নাগরিক সুবিধা পাবে এবং অস্ত্র সমর্পণকারী সেনারাও বিনা বাধায় জীবনযাপন করতে পারবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সুইডেনের মসজিদে অগ্নিসংযোগের অভিযোগ, ব্যাপক ক্ষয়-ক্ষতি
এ বিষয়ে সামভেল শাহরামানিয়ান জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকে নাগর্নো-কারাবাখ প্রজাতন্ত্রের কোনো অস্তিত্ব থাকবে না এবং এই প্রজাতন্ত্রের সকল দফতর ও প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে যাবে।
সূত্র : আল-জাজিরা
এমইউ

