শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ঢাকা

গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল
গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ছবি: আনাদোলু এজেন্সি

গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের সেনারা পূর্ব গাজা উপত্যকায় হামাস আন্দোলনের তিনটি সামরিক পর্যবেক্ষণ পোস্টে বোমা হামলা করেছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে বলেছে যে তারা বুরেইজ এবং জাবালিয়া এলাকায় দু’টি সামরিক পোস্টে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: প্রথমবারের মতো সৌদি আরব গেলেন ইসরায়েলি মন্ত্রী

একটি পৃথক পোস্টে দেশটির সেনাবাহিনী বলেছে, একটি ড্রোন গাজার নিরাপত্তা বেড়ার কাছে হামাসের আরেকটি পোস্টকে লক্ষ্য করে হামলা করেছে।

গাজার ফিলিস্তিনি যুবকদের বিক্ষোভের কয়েক দিন পর এ বোমা হামলা হয়েছে। ফিলিস্তিনি যুবকদের এ বিক্ষোভ প্রায়ই ইসরায়েলি বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘাতে পরিণত হয়।

আরও পড়ুন: প্রথম সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ


বিজ্ঞাপন


২০০৭ সাল থেকে গাজা উপত্যকা ইসরায়েলি অবরোধের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ কারণে সেখানকার প্রায় ২৩ লাখ লোক খাদ্য, জ্বালানি এবং ওষুধসহ অনেক গুরুত্বপূর্ণ পণ্য থেকে বঞ্চিত হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর