খলিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্ক। দুই দেশ কূটনীতিককেও বহিষ্কার চলেছে। এমন পরিস্থিতির মধ্যে ভারতীয় শিক্ষার্থীদের জন্য উদার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র গ্রীষ্মে দেওয়া শিক্ষার্থী ভিসার ২৫ শতাংশ ভারতের জন্য বরাদ্দ করেছে।
বিজ্ঞাপন
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা মাইরেল রুবিন আগেই বলেছেন যে, কানাডা-ভারতের লড়াইয়ে যদি এমন অবস্থা আসে যে যুক্তরাষ্ট্রকে এক পক্ষে যেতে হবে, তখন যুক্তরাষ্ট্র ভারতের পক্ষে থাকবে। যদিও মার্কিন সরকার জানিয়েছে যে, কানাডার কাছে তারা গোয়েন্দা তথ্য হস্তান্তর করেছে এবং ভারতকে এ বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: ‘ভারত বা কানাডার মধ্যে ভারতকেই বেছে নেবে যুক্তরাষ্ট্র’
ভারতে অবস্থিত ‘ইউএস মিশন’ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, ‘আমরা গভীরভাবে আপ্লুত যে গ্রীষ্মকালে (জুন, জুলাই, আগস্ট) মাসে রেকর্ড সংখ্যক ভিসা অনুমোদিত হয়েছে। সংখ্যাটি হলো ৯০ হাজার। এই বছরের গ্রীষ্মে বিশ্বের অন্তত ৪ জনের মধ্যে ১ জন ভারতীয় শিক্ষার্থীকে এই ভিসা দেওয়া হয়েছে। যে শিক্ষার্থীরা আমেরিকাকে উচ্চশিক্ষার জন্য বেছে নিয়েছে, তাদের সকলকে শুভেচ্ছা।’
ওই টুইটে বলা হয়েছে, ‘আমরা নিশ্চিত করতে চাই যে সব যোগ্য আবেদনকারীরা যেন ঠিক সময়ে তাদের গন্তব্যে পৌঁছে যান।’
বিজ্ঞাপন
The U.S. Mission in India is pleased to announce that we issued a record number – over 90,000 – of student visas this Summer/ in June, July, and August. This summer almost one in four student visas worldwide was issued right here in India! Congratulations and best wishes to all…
— U.S. Embassy India (@USAndIndia) September 25, 2023
এর আগে সম্প্রতি ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)-কে ১০ বছরের জন্য ছাড়পত্র দিয়েছে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন (ডব্লিউএফএমই)। এর ফলে ভারতীয় চিকিৎসকরা এবার দেশের পাশাপাশি বিদেশেও চিকিৎসা করতে পারবেন। তার জন্য আলাদা কোনও ডিগ্রি লাগবে না। ভারতীয় এমবিবিএস ডিগ্রিতেই যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড-এর মতো দেশে চিকিৎসা দেওয়া যাবে।
ডব্লিউএফএমই তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের জাতীয় মেডিকেল কমিশনকে আন্তর্জাতিক ছাড়পত্র দেওয়া হচ্ছে। অর্থাৎ ভারত থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে পাশ করা চিকিৎসকরা এবার বিদেশেও চিকিৎসা করতে পারবেন। আলাদা কোনও ডিগ্রি নিতে হবে না। এমনকী উচ্চশিক্ষার জন্য প্রশিক্ষণ নিতে চাইলে, তাতেও আর কোনও বাধা থাকবে না।
আরও পড়ুন: ভারত হয়ে রাশিয়ার তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে!
ভারতের ৭০৬টি মেডিক্যাল কলেজ ডব্লিউএফএমই এর ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী দিনে আরও নতুন মেডিকেল কলেজ তৈরি হলে তারাও এই অনুমতিপত্রের আওতায় আসবে।
এর আগে ভারত থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে বিদেশে গিয়ে যেমন ডাক্তারি করা যেত না, তেমনই বিদেশ থেকে ডাক্তারি ডিগ্রি নিয়ে ফিরে ভারতে চিকিৎসা করার অনুমতিও পাওয়া যেত না।
একে

