রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেপাল-ভারতের উন্নয়ন অংশীদারিত্বে গতি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

নেপাল-ভারতের উন্নয়ন অংশীদারিত্বে গতি
দুই দেশের প্রধানমন্ত্রী- ফাইল ফটো/এপি

ভারত-নেপাল উন্নয়ন অংশীদারিত্ব গতি পাচ্ছে বলে জানিয়েছে নেপালের ভারতীয় দূতাবাস। শনিবার ‘এক্স’ (সাবেক টুইটার) এ এক বিবৃতির মাধ্যমে দূতাবাস দুই দেশের সম্পর্কের অগ্রগতির বিষয়টি তুলে ধরে।

ভারতীয় দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, এই গতিবেগ ২০২৩ সালের জুনে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচন্ড এর ভারত সফরের সময় দেওয়া প্রতিশ্রুতির পর থেকে বেড়েছে। তার সফরের সময়, উভয় দেশই আমদানি করা বিদ্যুতের পরিমাণ বাড়ানোর বিষয়ে একমত হয়েছিল।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ‘এ অঞ্চলকে বদলে দেবে বাংলাদেশ-ভারত-নেপাল চুক্তি’

ভারতে আগামী দশ বছরে দশ হাজার মেগাওয়াট বিদ্যুত রফতানি করবে নেপাল। এই উচ্চাভিলাষী লক্ষ্যকে সহজতর করার জন্য, ভারতে অতিরিক্ত ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে নেপালের এখন ভারতে ৬৩১ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করার ক্ষমতা রয়েছে।

ভারতীয় দূতাবাস জোর দিয়ে বলেছে যে, বছরের শুরুতে প্রধানমন্ত্রী প্রচণ্ডের ভারত সফরের পর থেকে এই অংশীদারিত্ব আরও বৃদ্ধি পেয়েছে। তারা কুর্থা-বিজলপুরা রেল সংযোগ চালু করার মাধ্যমে দুই দেশের মধ্যে সংযোগ বৃদ্ধির উদাহরণ তুলে ধরেন। 

ভারতের দূতাবাস জানিয়েছে, ভারতীয় অনুদানের অর্থায়নে বিভিন্ন সম্প্রদায়ের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছে। এগুলোর মাধ্যমে নেপালের জনগণের মধ্যে সংযোগ আরও উন্নত করেছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নেপালকে অ্যাম্বুলেন্স ও স্কুলবাস উপহার দিল ভারত

দুই দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে কুর্থা-বিজলপুরা রেল সংযোগ। ১০ বিলিয়ন রুপি ব্যয়ে নির্মিত এবং ভারত সরকার সমর্থিত ৬৯ কিলোমিটার জয়নগর-জনকপুর-বারদিবাস রেলপথটি এখন চালু রয়েছে। এটি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করে।

নেপালে ভারতের অনুদানে অর্থায়ন করা বেশ কিছু কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে ৬ সেপ্টেম্বর, ২০২৩-এ শঙ্খুয়াসভার খান্দবাড়ি পৌরসভার হিমালয় কিরণ পাবলিক ক্যাম্পাসের ক্যাম্পাস ভবন রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর