প্রতিবেশী দেশ নেপালে সহযোগিতার হাত বাড়িয়ে দিল ভারত। নেপালকে ৪৩টি অ্যাম্বুলেন্স ও ৫০টি স্কুলবাস উপহার দিয়েছে ভারত। স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই উপহার দেওয়া হয়।
নেপালের স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে এই উপহার দেওয়া হয়ছে বলে জানিয়েছে ভারত। ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব সেখানকার শিক্ষামন্ত্রী অশোক কুমার রায়ের উপস্থিতিতে ওই গাড়িগুলোর চাবি তুলে দেন। মেয়র, চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি কমর্কর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, এটি ভারতের দীর্ঘকালের প্রথা। নেপাল ভারত উন্নয়ন সহযোগিতামূলক কর্মসূচীর অংশ এটি। যাতে নেপালের স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে পরিকাঠামো বৃদ্ধি পায়।
নেপালের মন্ত্রী অশোক কুমার রায় ভারতের এই ভূমিকার প্রশংসা করেন। নেপালে ভারত সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। এটা ভারতের জনগণের সঙ্গে নেপালের জনগণের সংযোগ আরও বৃদ্ধি করবে। একইসঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে। হিমাল থেকে তরাই সব অঞ্চলে স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে এই সাহায়্যের জন্য ভারতের প্রশংসা করেন তিনি।
তিনি জানান, ১৯৯৪ সাল থেকে ৯৭৪টি অ্যাম্বুলেন্স ও ২৩৪টি স্কুল বাস উপহার দেওয়া হয়েছে। নেপালের বিভিন্ন জেলায় তা দেওয়া হয়েছে। এটা ভারত সরকারের চলমান সহযোগিতার অংশ।
একে

